আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা সবসময়ই অন্যের জন্য বাঁচে, নিজেকে নিয়ে ভাববার সময় হয়ে ওঠে না। কিন্তু প্রত্যেক মানুষের উচিত প্রথমেই নিজেকে ভালোবাসা, কেননা পৃথিবীতে নিজেকে নিজে ছাড়া আর অন্য কেউ এতোটা গভীরভাবে ভালোবাসতে পারে না। অরুনিমা ভাবে, একদিন সব ঠিক হয়ে যাবে। তখন না হয় নিজেকে ভালোবাসবে, নিজেকে নিয়ে ভাববে। আসলে কোনেকিছুই সেভাবে ঠিক হয় না, শুধু সময়ের সাথে সাথে শারীরিক বয়সের পাশাপাশি মানসিক বয়স পরিবর্তিত হতে থাকে আর অভিরুচি বদলাতে থাকে। মায়ের অসময়ে চলে যাওয়া, বাবার অসুস্থতা, বোনের উশৃংখল জীবন এবং জীবনভর একরাশ না পাওয়া তাড়িত করতে থাকে অরুনিমাকে। আমরা যা দেখি তার বেশিরভাগই অদেখা থেকে যায়, কিন্তু আমরা তা বুঝি না। মানুষ যা দেখায় তাতেই খুব সহজে বিশ্বস্ত হয়ে উঠি। অরুনিমাও এমন একজন সরল ধারার মেয়ে। সে-ও চায় স্বপ্ন দেখতে কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে সে দেখতে চায় না। সে কবে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে পারবে স্বার্থপরের মত? এ গল্প একজন সেলেব্রেটির, একজন রাজনীতিবিদের, একজন রুবার, একজন পতিভক্ত জোনাকির, একজন প্রতারকের, একজন সাধারণ মেয়ের অরুনিমার। এ গল্প আমাদের সবার। গল্পের পরিসমাপ্তি টানার মুহূর্তে অরুনিমা কতটুকু এগিয়ে যাবে তার সাক্ষী হওয়ার জন্য, প্রিয় পাঠক, আপনাকে আমন্ত্রণ।