সর্বজনীন/সার্বজনীন, অপেক্ষা/প্রতীক্ষা, আমন্ত্রণ/নিমন্ত্রণ, অন্তঃকলেজ/আন্তঃকলেজ এমন সাদৃশ্যপূর্ণ কিন্তু ভিন্নার্থক বহু শব্দ আমাদের লেখায় প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। শব্দগুলো লেখার সময় অনেকেই বিভ্রান্ত হন। সঠিক অর্থ এবং প্রয়োগের ক্ষেত্র জানা না থাকায় অনেকক্ষেত্রে ভুল শব্দ লেখা হয়। এই সমস্যাটি নিয়ে আমি অনেকদিন ধরে ভাবছিলাম। আমার মনে হয়েছে অভিধানভুক্ত এই জাতীয় জটিল শব্দগুলোকে খুঁজে বের করে সেগুলোর সহজ ব্যাখ্যা উপস্থাপন করা সম্ভব হলে বানান সচেতন ভাবনা। পাঠকের জন্য তা উপকারী হবে। এই ভাবনা থেকেই 'বাংলা বানান কী লিখব, কেন লিখব' বইটির কাজ করেছি। বাংলা বানানের শুদ্ধ প্রয়োগ বিষয়ে অনেকেরই দুর্বলতা রয়েছে। এই দুর্বলতার কারণ বহুবিধ। তবে বিষয়ভিত্তিক সহজ বিশ্লেষণমূলক গ্রন্থের অভাব এই দুর্বলতার অন্যতম প্রধান একটি কারণ বলে আমি মনে করি। দুর্বোধ্য এবং জটিল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করলে পাঠকের বুঝতে যেমন সুবিধা হয় তেমনি পাঠক সহজে তা গ্রহণ করেন। শ্রেণিকক্ষে বহু বছর পাঠদানের প্রত্যক্ষ অভিজ্ঞতায় আমি দেখেছি বাংলা বানানের শুদ্ধ ব্যবহার বিষয়ে শিক্ষার্থী এবং পেশাজীবীদের যথেষ্ট আগ্রহ রয়েছে। সময়ের সাথে সাথে সেই আগ্রহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। একথাও বলা প্রয়োজন বর্তমান সময়ে মাতৃভাষা সঠিকভাবে জানা এবং ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাপক। শিক্ষার্থীদের পরীক্ষায় এবং পেশাজীবীদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য এটি আবশ্যক।