প্রতিটি মানুষের ভেতরই পশুত্ব ভাব লুকিয়ে থাকে, কিছু কিছু মানুষ হঠাৎ করেই পশু হয়ে যায়— কিন্তু পশু কখনো মানুষ হয় না!' আমরা মানুষকে তাঁর বাহিরটা দেখে বিচার করে ফেলি।' কিন্তু প্রতিটা মানুষ বাহিরে এক, ভেতরে তেমনি অন্য আর একজন। সমস্তটা না জেনে, না বুঝে কারো সম্পর্কে যেমন বলা উচিৎ নয়— ঠিক তেমনি এক জীবন একটা মানুষের সাথে কাটিয়ে দেবার পরও সেই মানুষটা ঠিক কেমন, তা বলা যায় না। তবে এটাও ঠিক— যত বেশি মেশা হয় ততটাই আবার মানুষের আসল মুখোশটা সামনে চলে আসে, তাইনা? ' সমাজে অনেক ভালো ভালো মানুষ আছে যাদের বয়স পঞ্চাশের কাছাকাছি, বেশি বা কম। 'আশারীন' উপন্যাসে সেই সব মানুষদেরকেই তুলে ধরা হয়েছে, যারা সমাজে ভালো মানুষীর আড়ালে এক একজন মস্তবড় মুখোশ পরে ঘুরে বেড়ায়। এমন সব মানুষগুলোর জন্যই আমাদের সমাজ, পরিবার অনেক সময় কোনঠাসা হয়ে পড়ে— রাস্তায়, অফিসে, বাসে বা নিজ ঘরেও। এসব মানুষ গুলোর জন্যই প্রায় সময় পরিবারের সদস্যদের সম্মুখীন হতে হয়— অপ্রীতিকর ঘটনার । আর সেই সকল মানুষদের মুখোশ খুলে দিতেই প্রতিটি ঘরে ঘরে এমন একজন আশারীনের জন্ম হওয়া উচিৎ। মিজান মাহমুদ, মোকাররম মাস্টার, রেজা হায়দারের মতো আরও অনেকে আছেন যাদের বয়স পঞ্চাশ পেরিয়েছে বা তারও কম। যারা কিনা সমাজে সম্মানিত ব্যক্তি! তবুও কেন তাদের এমন নৃশংস ভাবে খুন হতে হলো? কি সেই কারণ? এই সকল কারণ জানতে হলে পড়তে হবে এই উপন্যাসটি। বর্তমান সমাজের নানারকম ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে অন্যরকম কিছু স্পর্শকাতর ঘটনাকে কেন্দ্র করেই লেখা হয়েছে এই উপন্যাস 'আশারীন'। 'আশারীন' বইয়ের এই খন্ডটি হবে কেবল সূচনামাত্র। আবেগ, ভালোবাসা, প্রেম, গভীর সম্পর্ক, খুন ও সমাজের নানারকম অসঙ্গতিই তুলে ধরা হয়েছে এই উপন্যাসে। ~আদেল পারভেজ
আদেল পারভেজ বলেন সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ। আমি কোনোদিন নাম, খ্যাতি, বয়স, জন্মসময় বিবিধের ভীড়ে হারাতে চাইনি। লেখার আনন্দে লেখি। সৃষ্টিসুখের সন্ধ্যানে লেখি। খুব ছোট থেকেই লেখকের বই পড়ার নেশা ছিলো। লেখকের লেখালেখি শুরু হয় কবিতা দিয়ে। তারপর আর থেমে থাকতে হয়নি। নিয়ম করে প্রতিনিয়ত লিখছেন। আমৃত্যু সাধ্য থাকা পর্যন্ত লিখে যাবেন। লেখক বরাবরই বাস্তবতায় বিশ্বাসী। তাই তাঁর দুচোখের সামনে ঘটে যাওয়া নানান ঘটনাগুলোকেই লেখার মাধ্যমে তুলে ধরছেন। লেখক এক এক করে লিখেছেন — ‘অম্পূর্ণ সত্তা, ‘ট্রাফিক জ্যাম, ‘আশারীন' এর মতো পাঠকপ্রিয় উপন্যাস। 'আশারীন' উপন্যাসটি বর্তমানে পাঠক মহলে ব্যাপক সারা ফেলেছে। কবি ও ঔপন্যাসিক আদেল পারভেজ-এর জন্য আমাদের অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো। তাঁর জন্ম ১৯৮৯ সালের ০৯ই নভেম্বর। নারায়ণগঞ্জ জেলার, রূপগঞ্জ থানার গোলাকান্দাইল বিজয়নগর গ্রামে।