দেখলাম, যারা সবাই একে একে চলে গেছে চিরঘুমের দেশে। কত কাছের মানুষ, কত দূরের মানুষ হয়ে গেছে। হয়ে গেছে দূর আকাশের তারা। সে মুখগুলো মানসপটে ভেসে ওঠে জীবন্ত হয়ে কিন্তু আর ফিরে আসবে না কোনো দিন, আর দেখা হবে না কোনো ক্ষণে কোনোকালে। কালের অন্ধকারে হারিয়ে গেছে হয়তো কিন্তু প্রিয় সেই মানুষেরা বেঁচে থাকবে স্মৃতির মণিকোঠায়। চিকচিক করে চোখের কোণের জলরাশি। কেমন জানি চিনচিন করে ওঠে বুকটা অজানা ব্যথায়। ভারাক্রান্ত হয়ে যায় হৃদয়। সেই কতক প্রিয় মানুষদের কথা পাঠকের কাছে পৌঁছে দেয়ার মানসেই এই কলম ধরা। একান্তই আমার নিজের পছন্দের কিছু মানুষের কথা আমার মতো করেই বলতে চেয়েছি। সাবলীল সুন্দর সাহিত্যের ভাষায় বা কাব্যিকভাবে হয়তো উপস্থাপিত হয়নি, সে আমার সীমাবদ্ধতা। আশা করি, পাঠকবৃন্দ মার্জনা করবেন। বইটি প্রকাশিত হতো আরও আগেই কিন্তু নানাবিধ কারণে হয়ে ওঠেনি। ইতোমধ্যে ২০২০ সালের মার্চ মাসে কভিড-১৯ করোনা আঘাত হানে আমাদের জীবনে। কাছের মানুষ দূরের মানুষ হয়ে যাবার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকল। সবাইকে নিয়ে লেখা সম্ভব না। কোনদিন আমিও চলে যাই সেই আশঙ্কা থেকেই বইটি প্রকাশে তৎপর হলাম। যত দূরেই থাকুন, যেখানেই থাকুন, সবাই যেন ভালো থাকুন সুন্দর থাকুন। মহান সৃষ্টিকর্তার কাছে এই দোয়া প্ৰাৰ্থনায় —