শিশু বড় হতে হতে প্রতিদিন তার চারপাশকে নতুন নতুনভাবে আবিষ্কার করে। তার চারপাশের জগতটা প্রতিদিন একটু একটু করে পাল্টাতে থাকে। নিজের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পৃথিবীটাকে সে কেমন করে দেখছে? তার মনোজগতে কী ঘটতে থাকে? তার মগজে যে ছবি ঘুরতে থাকে তারই প্রতিফলন বা প্রতিচ্ছবি আমরা খুঁজে পাব এই কবিতার বইটিতে।br বলতে গেলে শিশুর মনের ভাবনার অনুরণন ঘটেছে এই রোদ্দুর যাবে কদ্দুর’র প্রতিটি কবিতায়। কিশোরের হৃদয়ের কথা ছান্দিকভাবে উঠে এসেছে এখানে। কবিতাগুলোর বিষয়-বৈচিত্র্য যেমন পাঠককে অভিভূত করে, তেমনি এর ছন্দের দোলা কিশোর পাঠকের মনকে আলোড়িত করে। ঐতিহ্য, ইতিহাস, বর্তমান বাস্তবতা, স্বপড়ব, কল্পনা, রূপকথা আর অপরূপ কথার সমন্বয়ে একটা বিষ্ময়ের জগত ও একটা ঘোর তৈরি করেছেন কবি ওমর কায়সার, যে জগতে প্রবেশ করে শিশু তার পৃথিবীটাকে নিজের মতো করে ভালোবাসতে শিখবে। শিশু বড় হতে হতে প্রতিদিন তার চারপাশকে নতুন নতুনভাবে আবিষ্কার করে। তার চারপাশের জগতটা প্রতিদিন একটু একটু করে পাল্টাতে থাকে। নিজের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পৃথিবীটাকে সে কেমন করে দেখছে? তার মনোজগতে কী ঘটতে থাকে? তার মগজে যে ছবি ঘুরতে থাকে তারই প্রতিফলন বা প্রতিচ্ছবি আমরা খুঁজে পাব এই কবিতার বইটিতে।br বলতে গেলে শিশুর মনের ভাবনার অনুরণন ঘটেছে এই রোদ্দুর যাবে কদ্দুর’র প্রতিটি কবিতায়। কিশোরের হৃদয়ের কথা ছান্দিকভাবে উঠে এসেছে এখানে। কবিতাগুলোর বিষয়-বৈচিত্র্য যেমন পাঠককে অভিভূত করে, তেমনি এর ছন্দের দোলা কিশোর পাঠকের মনকে আলোড়িত করে। ঐতিহ্য, ইতিহাস, বর্তমান বাস্তবতা, স্বপড়ব, কল্পনা, রূপকথা আর অপরূপ কথার সমন্বয়ে একটা বিষ্ময়ের জগত ও একটা ঘোর তৈরি করেছেন কবি ওমর কায়সার, যে জগতে প্রবেশ করে শিশু তার পৃথিবীটাকে নিজের মতো করে ভালোবাসতে শিখবে।