‘শ্রেষ্ঠ জ্যোতিষ্মান’ গল্পগ্রন্থটিতে মোট পাঁচটি গল্প অন্তর্ভুক্ত যেগুলো তরুণ বয়সে নির্মিত। আমার প্রথম লেখা ছোটগল্প ‘অদ্ভুত প্রেম’ প্রকাশিত হয়-বার্ষিকী ৯৫’ সরকারি শ্রীনগর কলেজে; সেই মুগ্ধতায় পরপর কয়েকটি গল্প জাতীয় দৈনিক ‘ভোরের ডাক’-এ ধারাবাহিকভাবে ২০০১ ও ২০০৩-এ প্রকাশিত হয়। ‘শ্রেষ্ঠ জ্যোতিষ্মান’ গল্পটি মূলত ছিলো চিঠিকাব্য, পরবর্তীতে ছোটগল্পে রুপান্তর করা হয়েছে- এই লেখাটি প্রথম প্রকাশিত হয় ২০১৪ তে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের ত্রৈমাসিক পত্রিকা ‘অগ্রসর বিক্রমপুর’-এ। পৃথিবীর কোন কিছুই স্থায়ী নয়, সব কিছুরই রূপান্তর হয় কিংবা হয়ে যায়। তরুণ বয়সের জীবনবোধের এই কণিকা,আবেগময় উদ্দীপনা গল্পকাহিনীর পরিসরে মালা গাঁথার মধ্যে থাকে মুক্তির ও সৃষ্টির আনন্দ যা আমাকে সুখ দেয়, সুখি করে; অবশ্য এই প্রকাশ সাহিত্যপদবাচ্য হবার কতটুকু তা পাঠকের মন ও মনন স্পর্শ করতে পারার ওপরেই নির্ভরশীল। গল্প সংগ্রথিত করে প্রকাশ করার পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনার সাথে যুক্ত স্বজনবান্ধবদের প্রতি গভীর কৃতজ্ঞতা বিশেষ করে আমার হৃদখণ্ড আমার স্বামী মুকবুল হোসাইন মুকুল-এর প্রতি গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা।