'যতকাল রবে পদ্মা, যমুনা গৌরী, মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।' বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক জীবন নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই বাঙালি বিরল ব্যক্তিত্ব ও ব্যতিক্রমী নেতৃত্বের অধিকারী। সাংবাদিকতায় বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সাংবাদিকতাও এমনি এক বিষয়। হয়ত অনেকেরই এসব জানা। তারপরও বর্তমান প্রজন্মের কাছে এ প্রসঙ্গ অনেকটা আড়ালেই রয়ে গেছে। একজন সাংবাদিক হিসেবে তা জানার আগ্রহ থেকেই বঙ্গবন্ধুর জীবনের এ বিশেষ দিক গ্রন্থাকারে তুলে ধরার চেষ্টা করা হলো। এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা আঁকড় গ্রন্থ হিসেবে কাজ করেছে। এছাড়া অনেক বুদ্ধিজীবী, ইতিহাসবিদ ও গুণীজনের এ সম্পর্কিত লেখার উপর ভিত্তি করে অনেক তথ্য 'সাংবাদিকতায় বঙ্গবন্ধু' নামের গবেষণাধর্মী এ বইয়ে সন্নিবেশিত হয়েছে। বহুমুখী প্রতিভার অধিকারী বঙ্গবন্ধু মূলত রাজনীতিবিদ। সংবাদপত্র প্রকাশ, ব্যবস্থাপনা ও পরিচালনা ছাড়াও প্রতিনিধির দায়িত্বও তিনি পালন করেছেন। ক্ষমতায় এসে তিনি বিভিন্ন আইন করে সাংবাদিকদের অধিকারও প্রতিষ্ঠা করে গেছেন। তার দীর্ঘ সংগ্রামী জীবনে সহায়ক হিসেবে কাজ করেছে গণমাধ্যম। তথ্যসূত্রসহ এসব বিষয়, পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধুর লেখা ও তার শাসনামলে করা গণমাধ্যম সংশ্লিষ্ট কয়েকটি আইন এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জীবন ও সংবাদমাধ্যম নিয়ে অনুসন্ধিৎসু পাঠকের আগ্রহ ও চাহিদা কিছুটা পূরণ করাই এ গ্রন্থ প্রকাশের অন্যতম লক্ষ্য।