জীবনের মায়া কায়া নিয়ে আমরা ছুটে চলি জীবনের টানে। কর্মব্যস্তময় এই জীবনে আমরা নিজেকে প্রতিষ্ঠায় ব্যাকুল সর্বদা। শূণ্য হাতে জন্ম এই পৃথিবীতে আমদের। আবার শূন্য হাতেই বিদায় নিবো এই পৃথিবী হতে। মাঝখানে এই সময়টুকু আমাদের পরীক্ষা ক্ষেত্র। জীবনের মানে কেথায়? জীবনের মানে কি? জন্ম মৃত্যুর এই খেলায় আমরা আসলে অসহায়। আমরা বিশ্বাস করি আমাদের মহান রবকে। যিনি আমাদের পরিচালনা করছেন নিপুন দক্ষতায়। জীবনের প্রতিটি ক্ষণে রয়েছে তার দয়া ও করুণা। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আমরা যদি আল্লহর গুনগান করি তাহলে আল্লাহ কি বেহেশত নসিব করবেন? কিসের উপর বিচার হবে আমদের দোযখ আর বেহেশত? আমাদের যদি মানুষের উপরেই বিশ্বাস, আস্থা ও ভালবাসা না থাকে তাহলে আমরা মানুষ কেন? মানুষের মধ্যে যদি আত্মিক বিশ্বাস ও ভালবাসা না থাকে তাহলে সম্পর্কের মধ্যে টান পড়ে। মানুষের জীবন তখনই স্বার্থক হয়, যখন সে মানুষের ভালবাসা পায়। আমরা মানুষই পারি সকলের তরে জীবনকে উৎস্বর্গ করতে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই মিলেএই ধরা ধামকে আনন্দ আর উৎফুল্লতায় ভরিয়ে দিতে পারি। নটী বিবি কোন কাল্পনিক ঘটনা নয়। জন্য নানা চরিত্র এখানে কাল্পনিক ভাবে যুক্ত হয়েছে। তবে মূল গল্পের সাথে অসামঞ্জস্যপূর্ণ কিছু নেই। কুমিল্লার সেই গোমতী নদীর ধারেই এখনো ভাঙ্গা প্রাচীর নিয়ে দাঁড়িয়ে আছে সেই স্মৃতি।