১৯৪৭-এর পর আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের প্রচেষ্টা শুরু হলেও সেই প্রচেষ্টা সফল হয় ১৯৫৬ সালে। প্রথম বাংলা সবাক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুখ ও মুখোশ নির্মাণ করেন আবদুল জব্বার খান। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এরপর নির্মাণ হতে থাকে একের পর এক চলচ্চিত্র। বিগত সাত দশকে আমাদের দেশে নির্মিত হয়েছে অসংখ্য জনপ্রিয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও কালজয়ী সব চলচ্চিত্র। এসব চলচ্চিত্রের সঙ্গে জড়িত অভিনয়শিল্পী, কলাকুশলী, পরিচালক, কাহিনিকার, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পীসহ অনেকে তার নিজের কর্মনৈপূণ্যে হয়েছেন জনপ্রিয়, খ্যাতিমান। অনেকেই হয়েছেন স্টার, সুপার স্টার। অভিনয়শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, পরিচালক, প্রযোজক, সাংবাদিকসহ যেসব মেধাবী মানুষের হাত ধরে আমাদের চলচ্চিত্রজগত ঋদ্ধ হয়েছে, সেইসব কিংবদন্তিদের নিয়ে প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাচিত্রের একটি ধারাবাহিক প্রকাশনা চলচ্চিত্রের ৫০ কিংবদন্তি। বইটিতে তাদের ব্যক্তিজীবন এবং চলচ্চিত্রে তাদের অবদানের কথা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তিদের তথ্যভিত্তিক জীবন ও কর্মের সংক্ষিপ্ত এনসাইক্লোপিডিয়াও বলা যেতে পারে এই বইটিকে।