এই গ্রন্থনায় উপস্থাপন করা হয়েছে সব আনকোরা লেখনীর সংকলন। বিশেষ কোনো ব্যাকরণ না মেনে, সিজো, ল্যাবেরি ও গদ্য কবিতা ঘরানার মিশ্রণে ছান্দসিক শব্দ প্রয়োগে, আবেগ অনুভূতির পরিস্ফুটন করা হয়েছে আধুনিকতার সাবলীল ভঙ্গিতে। এই কাব্যগ্রন্থে বেশ কিছু রূপক ও পৌরাণিক চরিত্রের দৃষ্টান্ত, অনুভূতির ঐক্যতানে সময়ের পরিক্রমায় শ্বাশত হিসাবে আবির্ভূত হয়েছে। লেখনীর শৈলীতে প্রকাশিত হয়েছে পার্থিব প্রেম ও ভালোবাসার এক অপূর্ব সমন্বয়। এছাড়া কিছু কবিতায় ফুটে উঠেছে সমাজের অসঙ্গতি আর হালকা রসিকতার মিথস্ক্রিয়া। তাত্ত্বিক ও আদর্শিক পরামিতি সনাক্ত করেই-শব্দ চয়ন, শব্দের নিহিতার্থকে বহুমাত্রিক ভাবে ব্যবহার করে বিদ্রুপাত্মক বক্তব্য প্রকাশিত হয়েছে অন্তমিলের প্রতি দৃষ্টি রেখেই। তাই তো অভিমানের বেসুর বিকেল থেকে শুরু করে সাপ লুডুর গোলক ধাঁধা কিংবা দু’আনার তুচ্ছ তাচ্ছিল্য ফুটে উঠেছে দেনা পাওনার হিসাবের রঙ্গে-আধুনিক শিখণ্ডী বেশে জীবনের কুরুক্ষেত্রে ‘শরশয্যায়’। সব মিলিয়ে পাঠক এক ভিন্ন স্বাদের মনের খোরাক উপভোগ করতে পারবেন, ‘যেন হটাৎ পাওয়া অবসরে, এক কাপ চায়ের মতো’ এই কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতাগুলো থেকে।