সৃষ্ট জীবের প্রতি সামান্য দরদে কীভাবে তারা একে অপরের হয়ে উঠে সেটা এখানে চিত্রায়িত করা হয়েছে। অসহায় অবস্থায় একটি অসহায় জীবও যে মানুষের রক্ষক হতে পারে এটাই এ কাহিনির মূল প্রতিপাদ্য বিষয়। জ্যাক একটি দেশি পোষা কুকুরের নাম, যাকে আমরা কুত্তা বলে ডাকি। তারই জীবন কাহিনি নিয়ে এ উপন্যাসটি রচিত হলেও এখানে প্রসংগক্রমে লালন ফকির (লালন শাহ (১৭৭২-১৮৯০) আধ্যাত্মতিক বাংলা গান (বাউল গান) এর গুরু, বাউল গানের সেরা গীতিকার ও গায়ক) এর জীবন কাহিনি, মা কালী দেবতা সম্পর্কে কিছু আলোচনা, কালী সাধনা নিয়ে একটি সত্য ঘটনা গল্পাকারে এসেছে। আপনি এখানে আপনার আত্মার পবিত্র রঙ সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া, মহাসমুদ্র, মহাকাশ নিয়ে কিছু আলোচনা হয়েছে। শরীয়ত, তরীক্বত, হাক্বীক্বত ও মা’রিফাত নিয়ে আলাপচারিতা হয়েছে। ধর্ম বিষয়ে সামান্য মত পার্থক্য নিয়ে কী নির্মম ঘটনা ঘটতে পারে তার একটা জীবনচিত্র এখানে বর্ণীত হয়েছে। তাছাড়া, মানব-মানবীর মধুর প্রেম কাহিনি থেকেও পাঠকরা বঞ্চিত হবেন না। আশা করি, উপন্যাসের বহুমাত্রিক ঘটনা পাঠকদের আনন্দ যোগানোর পাশাপাশি অনেক তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে। সবার সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি।