প্রশংসিত: ‘প্রশংসিত’ একটি সফররত মুসাফিরের বয়ান। যে মুসাফির একটানা ভ্রমণ করেন প্রিয় নবীজির ৬৩ বছরের জীবনে। সেই ভ্রমণের ফাঁকে তিনি একনাগাড়ে বলে যান নবীজির পুরো জীবনের কার্যকলাপ। তিনি কীভাবে কথা বলেন, কীভাবে হাঁটেন, কীভাবে বসেন... তাঁর সে ব্যক্তিক কার্যকলাপ কীভাবে সামষ্টিক কার্যকলাপে রূপ নেয়। জীবন চলার বাঁকে তিনি কীভাবে পুরো সমাজের, সমাজ থেকে রাষ্ট্রের কার্যকলাপ পাল্টে দেন। খোদার দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি কীভাবে মানুষের মনের মনিকোঠায় রাজাধিরাজ হয়ে স্থান লাভ করতে থাকেন। তার বিপরীতে আবার কত শত আপন মানুষের চিরশত্রুতে পরিণত হন। সেই শত্রুতা থেকে তারা কীভাবে তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়। কীভাবে একের পর এক যুদ্ধ ধেয়ে আসে তাঁর এবং তাঁর সঙ্গীদের উপর। সে-সব বিরোধিতা, দাঙ্গা-হাঙ্গামাকে একে একে পেছনে ফেলে তিনি কীভাবে সমগ্র আরবের একচ্ছত্র নায়ক হয়ে উঠেন। তাঁর আহ্বানে কীভাবে শতশত বছরের পালনীয় ধর্ম থেকে ফিরে এসে মানুষ এক আল্লাহর জয়গানে মুখরিত করে তোলেন আরব বিশ্বকে। আরব বিশ্ব থেকে তা কীভাবে ক্রমে ক্রমে অনারব বিশ্বেও ছড়িয়ে পড়তে থাকে... মুসাফির তার মন্ত্রমুগ্ধ ভাষায় সে-সবের বিবরণ দিয়েছেন এই গ্রন্থে। বাংলা ভাষায় রচিত অন্যান্য সিরাতের সাথে এই গ্রন্থের মূল পার্থক্য ভাষা ও গঠন আঙ্গিকে। এটা কোনো তথ্যে ঠাসা আঁটোসাটো সিরাতগ্রন্থ নয়; বরং সম্পূর্ণ বইটি উপন্যাস আকারে রচিত। বাংলা ভাষায় এ ধরনের সিরাত এই প্রথম। এই বইটির বিশেষত্ব হলো পাঠককে কোথাও জোরজবরদস্তি কোনোকিছু চাপিয়ে দেওয়া হয়নি। বরং পাঠকই একেকটি অধ্যায়ে আপনা থেকে বিচরণ করবেন স্বচ্ছন্দে। গতানুগতিক সিরাত পড়তে গিয়ে যে নানান দ্বিধা, পাঠ উদ্ধারের ক্লান্তি, তথ্যের ঘনঘটায় চেপে ধরার বিশেষত্ব, এই বইটি তার বিপরীত। ঝরঝরে গদ্যে রচিত বলে পাঠক প্রেমের সাগরে হাবুডুবু খেতে খেতে আপনা থেকেই পাড়ি দিয়ে ফেলবেন নবী-জীবনের ধাপগুলো। ছোটোদের প্রশংসিত: প্রশংসিত’র মতো একটিই গল্প। প্রিয় নবীজির গল্প। তাঁর জীবনের গল্প। তবে ২৩টি আলাদা শিরোনামে বিভক্ত। অর্থাৎ, মূল গল্প একটিই; তার শাখা মোট ২৩ টি। শাখাগুলো একটার সাথে অপরটি অবধারিতভাবে জড়িত। যারা পড়তে শিখেছে তাদের থেকে শুরু করে যে কোনো বয়সি শিশু-কিশোরের জন্য এই বইটি বিশেষ উপযোগী। যেটুকু বয়স না পেরোলে উপন্যাস পড়ার, বুঝার দক্ষতা তৈরি হয় না; সে বয়সের কম বয়সিদের জন্য বইটি রচিত। একদম সহজ-সরল গদ্যে, সহজ-সরল ভাষায়। তারপরও তুলনামূলক কিছুটা কঠিন শব্দের অর্থ ফুটনোটে দেওয়া হয়েছে। প্রতিটি পাঠের শেষে ঐ পাঠের গুরুত্বপূর্ণ তথ্যাবলি সাধারণ জ্ঞানের মতো করে যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে মূল পাঠের রিভিশন হয়ে যাবে পাঠ শেষ হবার সাথেসাথেই। পাঠের ফাঁকে ফাঁকে বর্ণনার চাহিদা অনুসারে চিত্র সংযোজন করা হয়েছে। সুতরাং, ছোটোদের জন্য বইটি হতে পারে সর্বোত্তম পুরস্কার। উপরের বিশেষত্বগুলো আছে বলে ছোটোদের যে কোনো প্রতিষ্ঠানের অতিরিক্ত পাঠ্য হিসেবেও এই বইয়ের জুড়ি মেলা ভার। মুকুল: এই বইয়ের পাঠক হতে পড়তে শেখারও দরকার নেই। মুখে মুখে কথা শেখানো বাচ্চা থেকে শুরু করা যাবে। হাট্টিমাটিম টিম, টুইংকেল টুইংকেল যারা শেখে। অর্থাৎ, প্লে, নার্সারির বাচ্চা থেকে শুরু করে যে কোনো শিশু-কিশোরের জন্য এই বই উপযোগী। ছন্দে ছন্দে ইসলামের মৌলিক বিষয়, নৈতিকতার গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন— ইমান, ইসলাম, নবী-রসুল, পরকাল, ফেরেশতা, জান্নাত-জাহান্নাম, তকদির, নামাজ, রোজা, হজ, জাকাত, ভালো বলা মন্দ বলা, হিংসা গিবত, অহংকার, হাসিখুশি থাকা, বিনয় ইত্যাদি বিষয়কে উপজীব্য করে মোট ৩০টি ছড়ার সন্নিবেশ থাকছে বইটিতে। সাথে প্রত্যেকটি ছড়ায় আবার ছড়ার কথা অনুযায়ী আলাদা আলাদা চিত্র যুক্ত করা হয়েছে। অর্থাৎ, নিজের বাচ্চাদের ঘরে শেখানো যাবে, গিফট করা যাবে যে কাউকে। সেই সাথে যে কোনো কিন্ডারগার্টেন, ইসলামি স্কুল, মাদরাসার পাঠ্য তালিকায় রাখা যাবে অনায়াসেই।
জন্মেছি চট্টগ্রামের ফটিকছড়িতে। বেড়ে ওঠা গ্রামেই। এখন অবশ্য শহুরে হয়ে উঠেছি। লেখালিখি দীর্ঘদিনের শখ-সাধনা। ছেলেবেলা থেকেই লিখছি। ‘প্রশংসিত’ আমার প্রথম গ্রন্থ। এর আগে বিভিন্ন অনলাইন-অফলাইন পত্রিকা, ম্যাগাজিন/সাময়িকীতে লিখেছি। করেছি সম্পাদনার কাজ। ক্ষুদ্র জীবনে বৃহৎ কিছু হবার ইচ্ছে নাই৷ ঠিকঠাক মানুষ হয়ে মরতে পারলেই বাঁচি। তার ফাঁকে ফাঁকে যদি পৃথিবীর মানুষের জন্য কিছু করে যেতে পারি, রেখে যেতে পারি, তাতেই বোধহয় জীবনের সার্থকতা।