বাংলাদেশের গ্রাম সমাজ গত কয়েক শতকে যে বিপুল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, তার স্বরূপটিকে চিহ্নিত করবার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। গ্রাম শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে সবুজ প্রান্তর, দিগন্তজোড়া জমিতে ধান চাষ, নদী বা পুকুরে মাছ চাষ, কৃষিকাজে মগ্ন কৃষক, মানুষ ইত্যদি। সুজলা—সুফলা, শস্য—শ্যামলা গ্রামের গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছের বয়ান আমরা গল্প-উপন্যাসে পাই, তার কতটুকু সত্যিকারের গ্রামের বাস্তবতাকে প্রতিফলিত করে? বা, গ্রামকে এককভাবে ‘কৃষিভিত্তিক সমাজ’ হিসেবেই উপস্থাপন করা গবেষণাগুলোতে গ্রামের সংজ্ঞায়ন কতটুকু কার্যকর আছে? গ্রামের বদলটি শুধু রাস্তাঘাট ও যানবাহন, রাইসমিল, ইট ভাটা বা ঘর—দালানের সংখ্যা দিয়েও বোঝা যাবে না। গ্রামের ক্ষমতা কাঠামো এবং সমাজ সম্পর্কেও বিপুল বদল এসেছে। যাতায়াতের বিকাশের কারণে কাজের সুযোগ বৃদ্ধি, বাণিজ্যিক শিল্প ও কৃষির বিস্তার, পর্যটনের বিকাশ, প্রবাস থেকে আসা বৈদেশিক মুদ্রা প্রভৃতি মিলে বাংলাদেশের গ্রাম সমাজকে মৌলিকভাবেই বদলে দিয়েছে। এই বদলে যাওয়া আবহেই বাংলাদেশের গ্রামকে নতুন করে সংজ্ঞায়িত করতে চেষ্টা করেছে ‘একুশ শতকের গ্রাম ও কৃষক সমাজ’ গ্রন্থটি।