“Safeguarding-governmentality” is an analytical tool that provides insight into the relationships between the governmentalisation of cultural heritage, the local inheritors of these cultures, and the state. In this book, it is used to critique the prevailing paradigm of the programmes meant to safeguard cultural heritage in South Asia. Specifically, this study looks at the safeguarding programmes for Mahasthangarh, Paharpur, the Historic Mosque City of Bagerhat in Bangladesh, and Bhaktapur in Nepal, along with the mechanisms of the actors involved. There are also discussions on the safeguarding and preservation of archaeological sites in India and Sri Lanka. The analysis in the book shows that the norms developed by transnational agencies have had dominant influence on the management of these country’s cultural heritage. The book also examines the process of repressive power over heritage residents through jurisdiction, and the institutionalisation of the knowledge of cultural heritage and history. The book tries to understand the consequences of making myths irrelevant in the study of history— a practice that has distanced the residents from their heritage. The book adopts an innovative approach to archaeological research. Researchers, students of archaeology, anthropology, history and governance will benefit immensely from this work, and it will lead the way for new research enthusiasts in these fields.
Title
সেফগার্ডিং-গভার্নমেন্টালিটি অব দ্য কালচারাল হেরিটেজ
প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাসউদ ইমরান। তাঁর পিতা মরহুম এম এ ওয়াহেদ এবং মাতা খাদিজা ওয়াহেদ। মেধাবী মাসউদ ইমরান ১৯৯৯ সনে অনুষ্ঠিত স্নাতক সম্মান পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণী লাভ করেন। একই বিভাগ থেকে ২০০১ সনে অনুষ্ঠিত স্নাতকোত্তর পরীক্ষায় অনুষদ ও ইনস্টিটিউটসমূহের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৩ সনে ড. সুরত আলী খান স্বর্ণপদক ও শরফুদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন। মাসউদ ইমরান তাঁর মেধাবী ফলাফলের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ থেকে ১৯৯৬ সনের সরকারি বৃত্তি লাভ করেছিলেন। বর্তমানে মাসউদ ইমরান প্রত্নতাত্ত্বিক গবেষণার সঙ্গে জি আই এস পদ্ধতি প্রয়ােগ সংক্রান্ত বিষয়ের গবেষণায় নিজেকে যুক্ত রেখেছেন।