বই পরিচিতি ছিলে না সেদিন তুমি তবুও আবেগ মেলেছিল ডানা। গহীন রাতের খামে আকুল তিয়াস তোমাকে পেয়েছে পূর্ণ চন্দ্র দামে। কবিতা থেকে যখন অনুপ্রাস অলংকার এবং গভীরতর জীবনবোধ বিদায় নেবার পথে তখন আনন্দ পাল হাঁটছেন বিপরীত পথে। তিনি বিরুদ্ধ যাত্রীকবি। সহজ আবেগ ভাব ভালোবাসাকে কবি যতনভরে তাঁর কবিতার অন্তর্গত বিষয় করে তোলেন। আনন্দ পালের তৃতীয় কাব্য লালিত অহংকারে ছন্দমাধুরীর সঙ্গে গদ্যমাধুরীও যুক্ত হয়েছে বড়ো হয়ে গেছে তোমার তুরতুরিয়ে কোমল পায়ে হাঁটা স্বপ্নদল এবং সর মাটির হৃদয়ে ছাপানো সরল সহজ গভীর পদচিহ্নে লেগে থাকা লাভক্ষতিমুক্ত প্রেমের ক্ষ্যাপাটে বিক্ষিপ্ত গল্প। স্মৃতি যদি বেদনাঘন হয় তবু তা চারণে আনন্দময় হয়ে ওঠে। শুধু আনন্দ নয়, বেদনাও কবির কাছে বড়ো সম্পদ। মরমী ভাব ও বেদনা আনন্দ পালের কবিতায় নতুন ভাষা পেয়েছে। তাঁর কবিতা দুর্বোধ্যগত নয়, সততই সুখপাঠ্য। কবির কাছে কল্পগত নয়। তিনি বলেন, তাঁর কবিতা তো কল্পগল্প নয়। কবি আনন্দ পালের কাছে ‘কবিতা আমার ঘুমে জাগরণে চিত্ত ও চেতনা।’ কবি আনন্দ পাল ব্যক্তিগত জীবনে নিত্যযাপনে কবিতাকেই সঙ্গে রাখেন। তাঁর স্বভাবের গভীরে কবিচরিত্রই সবচেয়ে উজ্জ্বল, আর সেই উজ্জ্বলতার বিভা যুক্ত হয়েছে তাঁর কবিতায় শব্দগন্ধে ছন্দে আনন্দে। আনন্দ পালের কবিতা পাঠকনন্দিত হোক। কবিকে নিরন্তর অভিনন্দন।