প্রকাশকের কথা কবিএম সাইমন রোমান্টিক ভালোবাসার কবিতায় লিখেন বেশি ছোটবেলা থেকে তাহার লেখালেখির অভ্যাস ইতিমধ্যে যৌথ সম্পাদনায় কবির অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। ২০১৯ সালের বইমেলায় কবি এম সাইমন এর একক কাব্যগ্রন্থ স্বপ্নময়ী রাজকুমারী বইটি প্রকাশিত হয় যা পাঠক হৃদয়ে যথেষ্ট সমাদৃত। চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় ওনার লেখা ছাপা হয় প্রায়। এছাড়া কবিএম সাইমন সাহিত্যে পদাচারণার স্বীকৃতি স্বরূপবিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সাহিত্য পদক অর্জন করেন। কবি এম সাইমন তার কলমের আঁচড়ে মানুষের হৃদয়ের অভিব্যক্তিগুলোই কেবল ফুটিয়ে তোলেন কবিতার প্রতিটি লাইনে। কবি এম সাইমন ভ্রমণ করেছেন পৃথিবীর অনেকগুলো দেশ তার মধ্যে ভারত সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক সৌদি আরব অন্যতম। অদৃশ্য মানবিকবিএম সাইমনের রোমান্টিক হৃদয় ছোঁয়া ভালোবাসাময়এক অনন্য সৃষ্টি। আমি কবির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি আগামী কামনা করছি। কবির ভালোবাসার ছোঁয়ায় লেখা প্রতিটি কবিতার লাইন পাঠকের অন্তর ছুঁয়ে যাক এটাই আমাদের প্রত্যাশা কবি সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেছেন কবির জন্য শুভকামনা রইল।