পৃথিবীর সূচনালগ্ন থেকেই হক বাতিলের সংঘাত চলছে এবং মুসলিমদের প্রাণনাশকারী স্নিগ্ধ বায়ু প্রবাহিত হওয়া অবধি চলতে থাকবে। মুসলিমরা অন্য ধর্ম নিয়ে সমালোচনা করে না, অন্যান্য ধর্মীয় গ্ৰন্থের অবমাননা করে না, তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনে বাধা প্রদান করে না, তাদের ধর্মীয় গুরুদের গালি দেয় না। আপনি এমন কোনো নজির স্থাপন করতে পারবেন না, যে কোথাও স্কুল ছাত্রী সিঁদুর পরে ক্লাসে ঢুকার কারণে তাকে ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে। আপনি প্রায় শুনতে পাবেন অমুক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, কুরআন ফেলে দেয়া হয়েছে, ইসলামের কোনো বিধান অবমাননা করা হয়েছে, অমুক কলেজ ছাত্রীকে হিজাব বা বোরখা পরে ক্লাসে ঢুকার কারণে ক্লাস থেকে বের করে দেয়া হয়েছে। অমুসলিম ও নাস্তিকদের কাজই হলো ইসলাম কে প্রশ্নবিদ্ধ করা। তাদের অসার, বস্তাপচা কিছু ঠুনকো প্রশ্নের উত্তরকে ঘিরে আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। প্রভাতের আলোকময় সূর্য উদ্ভাসিত হলে যেমন ভোরের নিকশ কালো অন্ধকার দূর হয়ে যায়। তেমনি হকের সমাগমে বাতিল তল্পিতল্পা নিয়ে পলায়। আমরা আশা করি অন্ধকারাচ্ছান্ন বিষাক্ত প্রশ্ন আলোকিত হয়ে উঠবে দলীল ও যুক্তির জোছনা দ্বারা ইনশাআল্লাহ।
সাইদুর রহমান বাংলা সাহিত্যের একজন নবীন লেখক। ছাত্র জীবনে থিয়েটারের সাথে জড়িত ছিলেন তাই লেখালেখির শুরু মঞ্চনাটক লেখার মাধ্যমে। নাটক লেখার পাশাপাশি একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন, একাধিক নাটক নির্দেশনাও দিয়েছেন। এছাড়াও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি ছিলেন জনপ্রিয় পরিচালক মনির হোসেন জীবনের সহকারী। চলচ্চিত্র পরিচালক হাবার সপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন। ২০১২ সাল থেকে নিয়মিত লেখালেখি করছে। সাহিত্যদেশ পান্ডুলিপি পুরস্কার প্রাপ্ত ও ২০২২ সালের বইমেলায় প্রকাশিত "দুঃসহবাস" লেখকের প্রকাশিত প্রথম উপন্যাস। মানুষ ও জীবন লেখকের লেখালেখির প্রধান উপজীব্য বিষয়। সহজ ও প্রাঞ্জল ভাষায় লেখালেখি তার অন্যতম শক্তি। আবার সবাই অবসরে বই পড়বে, বাংলার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পরবে তার লেখা, বিভিন্ন ভাষায় অনুদিত হবে তার বই, এই সপ্ন নিয়েই লিখে চলেছেন।