মানুষের জীবন ধারার অন্তরালে লুকিয়ে আছে কত ব্যথা, কত হতাশা-ব্যর্থতার চিত্র। সেই সব খবর কে আর রাখে। মানুষ কত স্বপ্ন দেখে। নিমিষেই সেই স্বপ্ন ভেঙে যায়। তবুও মানুষ থেমে থাকে না, নতুন কোনো স্বপ্ন বুকে নিয়ে পথ চলতে থাকে। এই নিরন্তর পথচলার মূলে থাকে অদম্য উদ্দীপনা আর দিগন্ত জয়ের স্বপ্ন। মানব জীবনের বিচিত্র ধারার অন্তরালে লুকায়িত মধুর ও বিষাদের করুণ মর্মকথা 'ভাগ্য রিমান্ডে' বইতে সহজ- সরল বর্ণনায় সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সেইসঙ্গে নানা অনিয়ম-অসঙ্গতি, অসহায়-বঞ্চিত মানুষের আশা-ভরসার কথা, সমস্যা-সম্ভাবনা ও সমসাময়িক বিভিন্ন বিষয় এ বইতে বিধৃত হয়েছে। কতটা পেরেছি সে বিচার আপনাদের হাতে রইল। সুস্থ-সুন্দর সমাজ প্রতিষ্ঠা ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমাদের জীবনধারা উন্নয়নের যে স্বপ্ন দেখছি, তা ডানা মেলে আপনাদের হৃদয়ে জেগে উঠবে এই প্রয়াসে এ আয়োজন। আমার এ লেখা কারো মনের মাধুরীতে এতটুকু সাড়া জাগাতে পারলেও আমার শ্রম সার্থক হবে। এটি আমার লেখা ষষ্ঠ বই। এর আগে আমার লেখা কবিতার বই: ভালোবাসা মরে না, প্রেয়সী, কোনো এক বিকেলে; গল্প ও প্রবন্ধ: জেগে উঠি জাগিয়ে তুলি, জীবন জেগে থাকে এবং নাটক: ভাষা আন্দোলন প্রকাশিত হয়েছে। আমি এক আলোর পথযাত্রী। প্রিয় পাঠকের হৃদয়ে বেঁচে থাকতে চাই। সকলের দোয়া কামনা করি।