গাজী সাইফুল ২১ ১৯৯৭, অক্টোবরের ঠিক দুপুরে আমার জন্ম। তারপর এমন আরও অসংখ্য দুপুর, বিকেল আর সন্ধ্যা পেরিয়ে গেছে। একটু একটু করে বড় হয়ে উঠছি মৃত্যুর প্রয়োজনে, যেমনটি ছোট হয়েছিলাম জন্মের প্রয়োজনে। মহাপৃথিবীর সন্তান আমি। পুরো গ্রহটাই আমার জন্মগ্রাম, মৃত্যুর ঠিকানা। জন্মজননী-মাকসুদা আক্তার, তারই বাহুলগ্ন পুরুষ এ. কে. এম. শফিকুল ইসলাম-আমার জন্মজনক। জীবনকে শিখছি মা আর প্রকৃতি হতে। মহাজগৎ আর সামাজিক বাস্তবতার নির্মমতা আমার মহান শিক্ষক। আর মহাকালিক সাধনাই আমার অভিলক্ষ্য। শ্রমই আমার শক্তি, চিন্তাতেই আমার মুক্তি আর মানবতাই আমার ধর্ম। জীবনে প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির হিশেবই বেশি। তাই কোনো শখ থাকতে নেই আমার! তবে অপূর্ণতাগুলো নিভৃতে কাঁদায়। লেখালেখি নামক একটা ভূতের বেদনা চেপে আছে ঘাড়ে। এ ভূত তাড়ানোর কোনো ওঝা আমার পরিচিত নেই। খোলা দিঘি আর সমুদ্র দুটোই খুব প্রিয়। এদের কাছে গেলেই উন্মাদনা বেড়ে যায়, হাহাকার তৈরি হয়। সে অস্থিরতার কারণও আমার জানা নেই। আমার ভেতরটাই নিখাদ আমি, বাইরেরটা পৃথিবীর। সুন্দরের প্রতি চিরকাল ন্যুজ। ধ্বংসপ্রায় পৃথিবীটা আরো ক'টা দিন টিকিয়ে রাখার স্বপ্ন দেখি। ফলত সংগ্রামে সংযুক্ত আছি। সকল প্রকার ধর্মবিভেদ বিনাশী মানব বলয়ে শামিল হওয়ার আহ্বান রাখি সৃষ্টিকূলে। বাংলাদেশ, চীন দেশে পড়াশোনা শেষ করে এখন যুক্তরাজ্য প্রবাসী।