মাহমুদা নাসরিন প্রিন্সিপাল কনসালটেন্ট, ক্যানবাংলা ইমিগ্র্যাশন সার্ভিসেস, আরসিআইসি, এন্ড কমিশনের অফ Irm, টরেন্টো, কানাডা। তিনি টিই এসএল অন্টারিও সার্টিফাইড ইংলিশ টিচার, অন্টারিও সার্টিফাইড সোশ্যাল সার্ভিস ওয়ার্কার এবং টরেন্টো ভিত্তিক ইউটার্স কমিউনিটি অর্গানাইজেশন এবং বাংলাদেশ অর্গানাইজেশন অফ কানাডার পরিচালক। মাহমুদা নাসরিনের জন্ম যশোরের খড়কিতে নানার বাড়িতে। নানা সোবহান বকশ ছিলেন তৎকালীন যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক। লেখিকার বয়স যখন বাইশ দিন তখন তার বাবা জনাব মুহাম্মদ আক্কাস আলীর কর্মস্থল ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস নওগাঁ চলে যান। বাবার চাকরির সুবাদে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় স্কুলে পড়াশোনা করেন। সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তার মা হোসনেআরা বেগম নজরুলনগর গার্লস হাই স্কুল, খুলনার প্রধান শিক্ষিকা হিসাবে অবসর গ্রহণ করেন। মাহমুদা নাসরিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবনে মাহমুদা নাসরিন বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত বিতর্ক, উপস্থিত বক্তৃতা এবং সংবাদ পাঠ করতেন। তিনি ময়মনসিং গার্লস ক্যাডেট কলেজে ইংরেজি বিষয়ের প্রভাষিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ষোড়শ বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিএল বিশ্ববিদ্যালয়-দৌলতপুর খুলনা, সোহরাওয়ার্দী কলেজ লক্ষীবাজার, ঢাকাতে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে অষ্টাদশ বিসিএসের মাধ্যমে ইনফরমেশন ক্যাডারে ঢাকাতে এপয়েন্টমেন্ট এবং অস্ট্রেলিয়া সরকার এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াতে ইংরেজি ভাষা শিক্ষক ট্রেনিংয়ে এম. এ. করার বৃত্তি একই সময়ে পান। তখন ইনফরমেশন ক্যাডারে জয়েন না করে অস্ট্রেলিয়াতে স্বামী ও কন্যাসহ বৃত্তি নিয়ে পড়তে চলে যান। তিনি অস্ট্রেলিয়ান এবং বাংলাদেশের বৃত্তি নিয়ে ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিডনি, অস্ট্রেলিয়া থেকে ইংলিশ টিচার ট্রেনিং টেসল-এ দ্বিতীয় মাস্টার্স করেন। তিনি ইংল্যান্ড থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টিচিংয়ে ডিপ্লোমা করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এবং কিং খালিদ বিশ্ববিদ্যালয়, সৌদি আরবে ইংরেজির অধ্যাপিকা হিসাবে কাজ করেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ পলিসি এন্ড প্ল্যানিং, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশন, ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং মেথডোলজি নিয়ে মাহমুদা নাসরিনের একাডেমিক প্রকাশনা বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, সৌদি আরব থেকে বিভিন্ন একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে। ২০১০ সালে কানাডায় ইমিগ্রেশন নিয়ে আসার পরে কানাডার ইমিগ্রেশন আইনে পড়াশোনা করেন এবং কানাডার ইমিগ্রেশন কনসালটেন্ট হিসাবে কাজ শুরু করেন। তিনি ক্যানবাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, টরেন্টোর কর্ণধার। ক্যানবাংলা ইমিগ্রেশন কানাডিয়ান ভিসা এবং ইমিগ্রেশনের সকল ক্ষেত্রেই সহায়তা প্রদান করে থাকে। তিনি কানাডিয়ান ইমিগ্রেশন নিয়ে লেখালেখিও করেন। এই বইটির অনেক লেখাই কানাডিয়ান ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত। মাহমুদা নাসরিনের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে পারেন।