লেখক পরিচিতি সীমান্ত হেলাল [পারিবারিক নাম: মোহাম্মদ হেলাল উদ্দিন] জন্ম: পহেলা ফেব্রুয়ারি পিতা: মোহাম্মদ শামসুল আলম মাতা: আয়েশা খাতুন পৈতৃক নিবাস : পৌরসভা, টেকনাফ, কক্সবাজার। পড়াশোনা : ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। ‘অনুভূতির ঘোর’ প্রথম কবিতাগ্রন্থ। বিশ্বাস করেন : শহরে ভালোবাসা ভীড় করবে... সীমান্ত হেলাল কবিতা লিখতে ভাবছেন মানে তিনি যথার্থই অনুভূতির ঘোরে সময় কাটাচ্ছেন এ ঘোর একান্তই নৈঃশব্দের নিঃসঙ্গতা কিংবা অবিকল প্রার্থনার মতো। তাঁর এই নৈঃশব্দের মাঝে আকস্মিক বর্ণিল ঝংকারে জীবনটা রাঙিয়ে তোলে প্রেম। একাকিত্ব, নৈঃশব্দ্য আর প্রেম-প্রার্থনার নির্যাসটুকুর সমন্বয়ে গড়ে উঠে হেলালের কাব্যশরীর। সে হিসেবে কবিতার শরীর গড়ার এক প্রাতিস্বিক শব্দ কারিগর সীমান্ত হেলাল। তাঁর ভাবনা অধিক রোমাঞ্চকর। মনের জগতে প্রজাপতির মতো বর্ণিল। মানব জীবনের চিরন্তন ও শ্বাশ্বত কথাগুলোই সমুদ্রস্বরে কবি বলে যাচ্ছেন অবলীলায়। প্রার্থনার আবহে প্রেম, জীবন, হতাশা, দ্বিধা-দ্বন্দ্ব, আনন্দ, মনস্তাপ, দুঃখ ও আশাবাদের পরিস্ফুটন ঘটেছে তাঁর প্রতিটি কবিতায়। ফলে কবির কবিতা হয়ে উঠেছে প্রেমরসে পুষ্ট কিংবা দুঃখবাদের করুণ কণ্ঠস্বর। কবিতা পড়তে পড়তে মনে হয়, সর্বত্র অপ্রাপ্তির বেদনা। রিক্ততায় ছুঁয়ে যায় কবিসত্তা। এভাবে একদিকে কবি আশার জোনাক জ্বালান; অন্যদিকে তাঁর আত্ম-জিজ্ঞাসা রেখে যান সৃষ্টির অবচেতনে। হেলালের কবিতার বড় গুণ গতিশীল চিত্রময়তা। প্রিয় পাঠক, গভীর ভাবাবেগ-অনুরাগ নিয়ে একাকী নির্জনে ‘অনুভূতির ঘোর’ কবিতাগ্রন্থটা মেলে ধরুন; অবাক হয়ে দেখবেন, কবিতাগুলো ক্ষণে ক্ষণে আপনার হয়ে কথা বলে উঠছে! আলী প্রয়াস কবি ও প্রাবন্ধিক