প্রথমেই সর্ব শক্তিমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সাহিত্য তরী একটি ফেসবুক সাহিত্য ও সাংস্কৃতিক গ্রুপ। যার জন্ম দুই হাজার বিশ সালের মে মাসে। সাহিত্য তরী শুরু থেকেই “মননশীল সৃষ্টির প্রত্যয়ে” স্লোগান নিয়ে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নের জন্য কাজ করে আসছে। বাংলাদেশ সাহিত্য ও সংস্কৃতির দেশ। সেই হিসেবে সাহিত্য তরী কবি, লেখক, ফটোগ্রাফার, চিত্রশিল্পী, আবৃত্তিকার, গানের শিল্পীদের মেধা বিকাশের সুযোগ করে দিয়ে আসছে। তারই ফলশ্রম্নতিতে কবি লেখকদের উৎসাহ প্রদান, সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংকলনের সফলতার পর সাহিত্য তরী এবছর তার চতুর্থ সাহিত্য তরী সংকলন ২০২৪ বের করেছে। বইতে বেশ কিছু কবিতা, গল্প, রম্য, প্রবন্ধ আছে। যেখানে দেশ ও জাতির এবং সমসাময়িক বিষয় নিয়ে লেখা আছে। আমার বিশ্বাস সাহিত্য তরী’র মাধ্যমে সকল কবি লেখকদের লেখা আরও এগিয়ে যাবে। যাঁদের কবিতা গল্প সংকলনে স্থান পেয়েছে সবাইকে অভিনন্দন। যাঁদের লেখা স্থান পায়নি আগামীতে তাঁদের লেখা সংকলনে থাকবে সেই আশা ব্যক্ত করছি। সম্মাানিত প্রকাশক ও সাহিত্য তরী অ্যাডমিন মডারেটরদের কাছে কৃতজ্ঞতা। সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল