রতনতনু ঘোষ অকাল প্রয়াত তুখোড় প্রতিভা। সবাইকে কাঁদিয়ে চলে গেছেন সময়ের আগেই। তাঁর কবিতার বই ‘মুক্তি তোকে পেতেই হবে বাংলাদেশ’ প্রকাশিত হতো অন্তত অর্ধযুগ আগে। কিন্তু লেখকের অবর্তমানে তাঁর দায়িত্বশীল উত্তরসূরি না থাকায় বেশ কিছু রচনাকর্ম অপ্রকাশিতই ছিল অনেক বছর। ‘মুক্তি তোকে পেতেই হবে বাংলাদেশ’ কাব্যগ্রন্থে কবি ব্যক্ত করেছেন তাঁর কাঙ্ক্ষিত স্বদেশের কথা। প্রিয় দেশকে ঘিরে যে অপ্রত্যাশিত ঘটনা ঘটে চলেছে সেসব পীড়িত করেছে তাঁকে। যে কোনো সংবেদনশীল মানুষকেই পীড়িত করবে সন্ত্রাস রাহাজানি মানবাধিকার লঙ্ঘনের মতো দুর্ঘটনা। দেশমাতার প্রতি গভীর অনুরাগ নিয়ে রতনতনু ঘোষ মুক্তি প্রত্যাশা করেছেন। মানুষের মুক্তি না হলে আদতে সবই অর্থহীন হয়ে যায়। সব ধরনের মুক্তিই প্রত্যাশিত। সেই প্রত্যাশার জায়গা থেকে কবি একদিকে বীভৎস সব দৃশ্য বর্ণনা করেছেন, অন্যদিকে বুনেছেন আশাবাদের কথকতা। যে স্বপ্ন একজন সৃষ্টিশীল মানুষকে তাড়িত করে। মানুষকে ভালোবেসে তিনি তাই সুদিনের স্বপ্নই এঁকেছেন কবিতার পঙক্তিসমগ্রে। রতনতনু ঘোষ একসময় কবি হবেন এটা বোধকরি তিনি নিজেও জানতেন না! বলতে গেলেন হঠাৎ কবিতার দিকে ঝুঁকে পড়েন তিনি। কিন্তু শেষ কবিতার বইটি প্রকাশের আগেই তিনি চলে যাবেন এটা একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। তাঁর অনুপম সব কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পাঠকরা বইটিকে আপন করে নেবেন, তাঁর অনুরাগী এটুকুই প্রত্যাশা। তিনি চলে গেছেন, রেখে গেছেন চিন্তারাশি; সেই চিন্তায় যদি আমরা শাণিত হতে না পারি তা আমাদেরই দুর্বলতা!
প্রাবন্ধিক ও সমাজচিন্তক। পিতা : প্রয়াত নিধুবন ঘোষ ও মাতা : ভগবতী ঘোষ। জন্মাস্থান : নয়াগাঁও, মুন্সিগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ এবং বাংলাভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর। তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত। বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর সাড়ে পাঁচ শতাধিক প্রবন্ধ ও কলাম প্রকাশিত। তাঁর গ্রন্থ সংখ্যা চল্লিশ। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ : মানুষের স্বরূপ, মানুষকেন্দ্রিক জগৎ, নিষ্ক্রিয় মনুষ্যত্ব ও সক্রিয় বর্বরতা, মুক্তচিন্তা, কবিতাবিষয়ক কথা, বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতি, স্বদেশ সমাজ সাহিত্য, বিশ্বায়নের রাজনীতি, রাজনীতিহীন রাজনীতি, আলোকিত বাংলাদেশের পথ, বাংলাদেশের রাজনীতি : প্রত্যাশা ও বাস্তবতা, সুশাসন প্রত্যাশা, ভাষা-আন্দোলন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। সাক্ষাৎকারগ্রন্থ : মুখোমুখি সংলাপ, কথনবিশ্ব, সরদারের সংলাপ, কিংবদন্তীর সাক্ষাৎকার, কথোপথনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও চৌত্রিশ নোবেল বিজয়ীর সাক্ষাৎকার। সম্পাদনা গ্রন্থ : বাংলাদেশ সংখ্যালঘু, বহুমাত্রিক বিশ্বায়ন, উত্তরাধুনিকতা, পুঁজিবাদ ও সমাজতন্ত্র, নোবেল বিজয়ীদের নির্বাচিত প্রবন্ধ, মানুষের স্বরূপ সন্ধানে, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা। তিনি প্রবন্ধের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত। Blog : agrosorobd.blogspot.com