নাট্যকার, নির্দেশক মিলন চৌধুরীর জন্ম ১৯৫০ সালের ২ ফেব্রুয়ারি, চট্টগ্রাম শহরের ফিরিঙ্গী বাজারের বিখ্যাত কবিরাজ ভবনে। কবিরাজ শ্যামাচরণ সেন শর্মা ছিলেন তাঁর মাতামহ। পিতা: হরিরঞ্জন চৌধুরী ও মাতা: জিন্দুপ্রভা দেবী। তরুণ বয়সেই তিনি সংগীতে ও খেলাধুলায় পারদর্শী হয়ে ওঠেন। যৌবনে থিতু হন নাটকে। তাঁর রচিত নাটকের সংখ্যা বিশটিরও অধিক। গ্রন্থভূক্ত নাটকগুলো ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলোÑ নরক থেকে বলছি, সম্পর্ক, নাটক ভাঙার খেলা, দইজ্জার পুত। মিলন চৌধুরীর নির্দেশিত নাটকের সংখ্যা প্রায় তিরিশটি। নিজের লেখা নাটক ছাড়া তাঁর নির্দেশিত উল্লেখযোগ্য নাটকÑ মহেশ, কালো গোলাপের দেশ, বাজলো রাজার বারোটা, বর্ণ বিপর্যয়, আমিনা সোন্দরী, পার্কের কোণ থেকে। তাঁর প্রকাশিত গ্রন্থ: নাট্যত্রিতয় (নাটক, ১৯৮৪) আভ্যন্তরীণ খেলাধুলা (নাটক, ১৯৮৭) ১৯৭১ : দেশে দেশান্তরে (স্মৃতিলেখ্য, ২০০০) হরিণের মত বিকেল (উপন্যাস, ২০০৪)। তিনি চট্টগ্রাম গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ সম্মাননা, রাজশাহী বিশ^বিদ্যালয় ঐকতান সংস্কৃতি পরিষদ সম্মাননা, মহাকাল নাট্য সম্প্রদায় সম্মাননা, চট্টগ্রাম লিটল ম্যাগাজিন লাইব্রেরী ও গবেষণা কেন্দ্র স্বর্ণপদক, গণায়ন সম্মাননা, অঙ্গন থিয়েটার ইউনিট সম্মাননা, কথক থিয়েটার সম্মাননা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একুশে পদক, বিশ^ নাট্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আই টি আই, বাংলাদেশ পথনাটক পরিষদ প্রদত্ত যৌথ সম্মাননা, বটতলা সম্মাননা, নাট্যকার চৌধুরী জহরুল হক সম্মাননায় ভূষিত হন।