কালো রাত(কাল রাত্রি পর্ব: ০১) প্রত্যুষ , অরিত্র রনি শখের বসে , ইউটিউব এ নতুন আঙ্গিকে কন্টেন্ট আনার জন্য,গল্প প্রকাশ করার কথা ভাবলো , একে তো বাইরে লকডাউন,কাম কাজ এ সারা জীবন ডুবে থাকার পর এসব এ সময় ই পাওয়া দূর সামান্য গল্প ,সিনেমা ,নাটক এসব দেখার ফুরসৎ ই পাইনা । কিন্তু অনাকাঙ্ক্ষিত লকডাউন হওয়ার পর থেকে অঘোষিত ছুটিই চলছে । একটা সময় ছুটির জন্য পাগল হয়ে থাকতো , না না অজুহাতে,ছুটি নিতো পুজোর ২/৪ দিন ছুটি পেলে যেনো মহার্ঘ পেলো তেমন অবস্থা হতো । কিন্তু এখন ছুটির পর ছুটি যা শেষ কখন জানেনা মাসের পর মাস না বের হতে পারে , না বাইরের পরিবেশ দেখতে পারে, ঠিক যেন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছে জেল এ । তাই সময় টা কাজে লাগাবার জন্য অনেক সময় ধরে রনি'র পরে থাকা ইউটিউব চ্যানেল টা তে কাজ করতে চাই রনি , কিন্তু আজ কাল হাসি , প্রেম সবাই দেয় , গল্প ও চলে , কিন্তু পাশাপাশি ভৌতিক গল্প গুলো ও জমে উঠেছে যা ৮-৮০ সবার পছন্দ তাঁরা নিজেরাও সানডে সাস্পেন্স, হরর স্টেশন , ঘুম স্টেশন , রেডিও ফুর্তি, ভুত এফএম সহ আরো কতো চ্যানেল আছে ঠিক নেই সব রমরমিয়ে চলছে। তাই তিন বন্ধু ঠিক করলো এটাতেই কাজ করবে , সে মতে তাঁরা ঠিক করলো এর মধ্যে ভিন্নতা আনবে । গল্প না সব ঘটনা আনবে । আমাদের চারপাশে ভৌতিক ঘটনার ছড়াছড়ি যা প্রজন্ম থেকে প্রজন্মে শোনা হয়, কিন্তু কোথাও সংরক্ষিত হয়না । সে সব কন্টেন্ট গুলো নিয়েই এগোবে । শুরুতে আশায় করেনি তাঁরা এতো এতো রেস্পন্স পাবে , শুরুতে ৫/৭ টা ঘটনা সংগ্রহ করে সেটাকে কাহিনী বানিয়ে রাবার এর মতো টানবে ,পরবর্তী ঘটনা ততোদিন এ সংগ্রহ হবে তা নিয়ে কাজ চলতে থাকবে অন্তত পক্ষে আর কিছু না হোক লকডাউন টার ফেলে রাখা সময় গুলোর ব্যবহার করা যাবে , কিন্তু এতো সাড়া সামান্য একটু চেষ্টায় ভাবতে পারেনি । আর ঘটনা গুলো এমন ভাবে , যেখানে তাঁদের লেখা গুলো হুবহু তুলে ধরা ছাড়া উপায় ছিলো না ।এতে কিছু মাত্র এডিট করলেই কাহিনীর গুনগত মান নষ্ট হতো । তাই তাদের ঠিকানা , সহ তাঁদের ভাষ্যমতে সংগ্রহ করা শুরু করলো । বিভিন্ন খন্ডে খন্ডে লেখা গুলো সংগ্রহ করলো । আগের ঘটনার রেশ ধরে রেখে এ পর্বে ও সকলের জন্য নিয়ে এসেছে হাজারো চমক ।
হাঁটি হাঁটি সব থেকে দেরীতে কথা বলতে পারা , চলতে পারা থেকে শুরু করে দৌড়ে পুরস্কার থেকে , তর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া পুরো জীবনটাই যেন রহস্য গল্প থেকে কম না, কখনো উত্থান কখনো পতন, পতনটার সাথে পরিচিতি বেশি তাই আঘাতে আর প্রভাব পরে না, শিশুবাগ থেকে শিশু শ্রেনীতে যাত্রা শুরু হয়ে , ২০০৬ সালে কলকাতার "বরদা প্রসাদ উচ্চ বিদ্যালয়" থেকে মাধ্যমিক ও ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ, ২০১১ সালে কলকাতার "এন্ড্রুজ ইনস্টিটিউট অব টেকনোলজি ম্যানেজমেন্ট" থেকে বিবিএ , এবং ২০১৪ সালে এম বি,এ লেখালেখি সে ছোটবেলা ১০বছর থেকেই থেকেই , এছাড়া ছোট থেকে বিশ্ববিদ্যালয় জীবনের বড়ো একটা অংশ কলকাতার কলেজস্ট্রীট এর লেখার জগতে ডুবে থাকতে থাকতে প্রকৃতি থেকেই লেখার সৃষ্টি , মূলত প্রেম ,বিরহ তে গল্প , কবিতা লিখলেও, ভুত , গোয়েন্দা, রহস্য, নিয়েও নানা ছোট গল্প, উপন্যাস লিখেছেন, গল্প ,কবিতা গুলো facebook page " anik " YouTube chanel "Ghumstation". এ পরিবেশিত হয়, সম্মাননা ও পুরস্কার: উদীয়মান কবি সম্মাননা ২০২২ মানিক বন্দ্যোপাধ্যায় সম্মাননা ২০২১/২২ শ্রেষ্ঠ কবিতা ২০২৩ সেরা মানিক ২০২১ বৃত্তকলা একাডেমি পুরস্কার ২০২২ দুই বাংলার শ্রেষ্ঠ গল্প ২০২১ রবীন্দ্রনাথ লিটেরেচার এওয়ার্ড ২০২৩ শেখ রাসেল পুরষ্কার ২০২২ ডটবিডি সম্মাননা ২০২২/২৩ গন্তব্যস্বপ্নের সম্মাননা ২০২২, ২০২৩ বর্ষসেরা লেখক ২০২৩ জাতীয় সেরা কাব্য পুরস্কার ২০২২/২৩ , সমরেশ লেখক সাহিত্য সম্মান ২০২৩