আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের দরবারে জ্ঞাপন করছি, যিনি মুসলিম হিসেবে দুনিয়াতে আসার সুযোগ দিয়েছেন এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ও মানবের শেষ উম্মতের অন্তর্ভুক্ত করেছেন। কবি অথবা লেখক হওয়ার দূ:সাহস আমার নেই তবুও লেখালেখি করার প্রবল ইচ্ছে ছিলো সেই প্রাইমারি থেকে। ডায়েরির পাতায়, খাতার শেষ পৃষ্ঠায় মাঝেমধ্যে অনুভূতি গুলো লিখে রাখতাম। দেয়ালিকা, ম্যাগাজিন ,কিশোরকন্ঠে অনিয়মিত ভাবে ছাপা হতো দু'একটা লেখা। বিশ্ববিদ্যালয় শেষ করে বিদেশে এসে যখন পড়াশোনা শুরু করি নিয়মিতভাবে অনুভূতি গুলো নোটবুকে লিপিবদ্ধ করা শুরু করি।ইহকাল, পরকাল, প্রকৃতি ,আধ্যাত্মিক প্রেম, রাজনীতি , বিচ্ছেদ ইত্যাদি নিয়ে দেখতে দেখতে প্রায় তিনশতাধিক কবিতা লিখে ফেলি। সহপাঠী , সহকর্মী , প্রতিবেশী ও বন্ধুরা জানতে পেরে অবিরত উৎসাহ দিয়ে যায়। কিছু কবিতা ও লেখা তাদের পড়ে শোনালে ব্যাপক সাড়া পাই। সেই থেকে নিজের বই বের করার স্বপ্ন আজ সত্যি হতে চলছে! আমার বিশ্বাস - সুস্থ ও সুচিন্তার রুচিশীল মেধাবী নাগরিকদের কাছে এই বই পাঠযোগ্য হবে। বিচারের ভারও এই পাঠক সমাজের উপর ছেড়ে দিলাম। লেখালেখির জগতে নতুন। ভুল-ভ্রান্তি মার্জনীয়। দোয়ায় রাখবেন।