'বর্ষণমুখর সন্ধ্যা' কাব্যগ্রন্থটি কবি তানভীন আজীমি'র পঞ্চম একক কাব্যগ্রন্থ। তিনি যে আপাদমস্তক কবি সেটা আর নতুন বলতে হবে না। 'বর্ষণমুখর সন্ধ্যা' কাব্যগ্রন্থটি আগের যেকোনো লেখাকে উতরে গেছে বলা যায়। কবি নিজেকে ভেঙেছেন, গড়েছেন, আবার ভেঙেছেন। এখন যে সত্তায় দাঁড়িয়ে আছেন তিনিটা সম্পূর্ণ কবি সত্তায়। কবি গ্রিসে অবস্থান করছেন দীর্ঘকাল। সুদূর প্রবাসে থেকেও মাতৃভূমির প্রতি তাঁর অসীম ভালোবাসা ও গভীর মমত্ববোধ দেখা যায়। প্রেম, ভালোবাসা ও তারুণ্য যেমন আছে কবিতায়, তেমনি হতাশা, ব্যর্থতার গ্লানি এবং শোষিত বঞ্চিত জনতার স্লোগানমুখর হাতিয়ার হিসেবে ধরা দিয়েছে কবিতা। 'অপ্রকাশিত ভালোবাসা', 'বৃষ্টি ভেজা শহর', 'একাকিত্বের কোলাহল', কিংবা 'জীবনের ব্যাকরণ' এর মত অনেক সমৃদ্ধ কবিতায় গ্রন্থটি পাঠকের মনকে আলোড়িত করতে সক্ষম হবে। তিনি কখনও ফিরে গেছেন তাঁর শৈশবে। জীবন থেকে হারিয়ে যাওয়া বাঁশির সুর, বাউল গান আবার এক পশলা বৃষ্টির সন্ধ্যায় ঘাস ফড়িং এখনও খোঁজেন "কিছু শৈশব" কবিতায়। জীবনের প্রেম ভালোবাসার অনিন্দ্য সুন্দর স্বপ্ন কোথায় পাবেন অবাঞ্ছিত মুখ ও "মুখোশের অন্তরালে" আমাদের ঘুনে ধরা সমাজে অথবা "অন্তমিলের অন্তরালে"। কবি তাঁর লেখার স্বতন্ত্র ও মৌলিকতার জন্য আজীবন পাঠকের মনে স্থান করে নিবেন। বাংলাসাহিত্য আরো বেশি সমৃদ্ধ করতে অবদান রাখবেন। এটা আমার বিশ্বাস। আবুল খায়ের, কবি ও কলামিস্ট