শামীমা চৌধুরী। কবি সাংবাদিক, বাচিকশিল্পী গণমাধ্যমকর্মী গবেষক। বেতার, টেলিভিশন ও মঞ্চের সাথে যুক্ত। গণমাধ্যম-সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষক ও কলামিস্ট। কর্ম এলাকা জেন্ডার, পরিবেশ, উন্নয়ন এবং সংস্কৃতি। উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ, সংবাদপত্রের বিশ্বাসযোগ্যতা, সংবাদপত্রে প্রকাশিত জলবায়ুবিষয়ক খবর ও অন্যান্য, কমিউনিটি রেডিও: সংশ্লিষ্ট কমিউনিটির ভাবনা, আঞ্চলিক সংবাদপত্রে জেন্ডারবিষয়ক খবর, বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত মামলা (১৯৭২-৯৯), বাংলাদেশের সংবাদপত্রে প্রকাশিত নারী নির্যাতন চিত্র, সংবাদপত্রে সংসদবিষয়ক খবরের ধরন, সংবাদপত্রে প্রকাশিত ক্রাইম রিপোর্ট, সাংস্কৃতিক সাংবাদিকতা, বাংলাদেশে সাংবাদিক নির্যাতন চিত্র, তথ্য অধিকার আইন: অতীত থেকে বর্তমান, বাংলাদেশে নারী সাংবাদিকদের অবস্থান, ওবায়েদ উল হক: চলচ্চিত্রকার ও সাংবাদিক, চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরীর জীবন ও কর্ম। বাংলা একাডেমির আজীবন সদস্য। জীবন সদস্য নজরুল একাডেমি, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, বাংলাদেশ প্রশিক্ষণ একাডেমি, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম, টেলিভিশন নাট্যশিল্পী-নাট্যকার সংস্থা, রেডিও নাট্যশিল্পী - নাট্যকার সংস্থা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, মৃদঙ্গ সাংস্কৃতিক সংগঠন, নিরাপদ সড়ক চাইসহ বহু সামাজিক - সাংস্কৃতিক সংগঠনের সদস্য।