বাঙালির গৌরবোজ্জ্বল শিল্পকলার নাম কবিতা। বঙ্গ জনপদের সেই কবিতা এবং কবিতা-কারিগরদের নিয়ে গবেষণামূলক এ গ্রন্থ রচনা করেছেন কবি-গবেষক- প্রাবন্ধিক-নাট্যকার-কথাসাহিত্যিক ফরিদ আহমদ দুলাল। একই শিরোনামে তাঁর এ গ্রন্থটির প্রথম খন্ড আমরা প্রকাশ করেছি ২০১৫ খ্রিস্টাব্দে। বইটি লেখকের দীর্ঘ গবেষণার ফসল বলা যায়। বইটি প্রসঙ্গে লেখকের ভাবনাটিকে যথার্থ মনে হবার কারণেই বইটি প্রকাশে আমরা আগ্রহী হয়েছি; আমরা বিশ্বাস করি, লেখকের চিন্তা অনুযায়ী যদি এর তৃতীয় এবং সর্বশেষ চূড়ান্ত পর্বটি প্রকাশিত হলে যে পরিশীলিত খন্ডটি পাঠক পাবেন, তা হয়ে উঠবে বাংলাদেশের কবিতা এবং কাব্যচর্চার এক অনন্য দলিল। গ্রন্থটিতে বিভিভন্ন সময়ে লেখা লেখকের কবি ও কবিতা বিষয়ক চল্লিশোর্ধ প্রবন্ধ স্থান পেয়েছে; যা পড়ে নিষ্ঠ পাঠক সহজেই বাঙালির গৌরবোজ্জ্বল শিল্পকলার নাম কবিতা। বঙ্গ জনপদের সেই কবিতা এবং কবিতা-কারিগরদের নিয়ে গবেষণামূলক এ গ্রন্থ রচনা করেছেন কবি-গবেষক- প্রাবন্ধিক-নাট্যকার-কথাসাহিত্যিক ফরিদ আহমদ দুলাল। একই শিরোনামে তাঁর এ গ্রন্থটির প্রথম খন্ড আমরা প্রকাশ করেছি ২০১৫ খ্রিস্টাব্দে। বইটি লেখকের দীর্ঘ গবেষণার ফসল বলা যায়। বইটি প্রসঙ্গে লেখকের ভাবনাটিকে যথার্থ মনে হবার কারণেই বইটি প্রকাশে আমরা আগ্রহী হয়েছি; আমরা বিশ্বাস করি, লেখকের চিন্তা অনুযায়ী যদি এর তৃতীয় এবং সর্বশেষ চূড়ান্ত পর্বটি প্রকাশিত হলে যে পরিশীলিত খন্ডটি পাঠক পাবেন, তা হয়ে উঠবে বাংলাদেশের কবিতা এবং কাব্যচর্চার এক অনন্য দলিল। গ্রন্থটিতে বিভিভন্ন সময়ে লেখা লেখকের কবি ও কবিতা বিষয়ক চল্লিশোর্ধ প্রবন্ধ স্থান পেয়েছে; যা পড়ে নিষ্ঠ পাঠক সহজেই জেনে নিতে পারবেন সংস্কৃতজন ফরিদ আহমদ দুলাল-এর মনন-মনীষা ও মেধার সৌন্দর্য-বার্তা। নিশ্চয়ই পাঠক তাঁর সুলুক-সন্ধানী পর্যবেক্ষণের আলোয় জেনে নিতে পারবেন বাংলাদেশের কবি ও কবিতাচর্চার গতি-প্রকৃতি; এই প্রতীতিই এ গবেষণাকর্মটি প্রকাশে আমরা প্রাণিত হয়েছি।
ফরিদ আহমদ দুলাল ; জন্ম ১৮ মে ১৯৫৬, ময়মনসিংহে। বাণিজ্যে স্নাতকোত্তর ফরিদ আহমদ দুলাল-এর বেড়ে উঠা ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডলে। সময়ের সকল সংকট মাড়িয়ে তিনি হয়ে উঠেছেন শিল্প-সাহিত্য অঙ্গনের অনিবার্য একজন। চার দশকের অধিককাল ধরে লেখালেখির সাথে সম্পৃক্ত থেকে গড়ে তুলেছেন নিজেকে; সম্পন্ন করে গড়েও নিয়েছেন; নিজেকে অতিক্রমও করেছেন বারবার | সাহিত্যের বিভিন্ন শাখায় লিখেছেন নিষ্ঠার সাথে এবং প্রতিটি শাখাতেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। আটটি নাটক, একটি গল্প, একটি উপন্যাস ও তিনটি গবেষণা গ্ৰন্থঃ নাটক কবিতা-গল্প-উপন্যাস-প্রবন্ধ লেখার পাশাপাশি নিজেকে গবেষণাকর্মেও নিয়োজিত করেছেন; লোকসংস্কৃতির পীঠস্থান 'বৃহত্তর ময়মনসিংহের লোকসংস্কৃতি শনাক্তকরণ, মূল্যমান নির্ধারণ ও মেধাস্বত্ব সংরক্ষণ” শিরোনামের কাজে নিজেকে যুক্ত করেছেন বাংলাদেশের লোকসংস্কৃতি শনাক্তকরণ, মূল্যমান নির্ধারণ ও মেধাস্বত্ব সংরক্ষণ' প্রকল্পে। পরবর্তীতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে প্রফেসর সিরাজুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের প্রবাদ-প্রবোচন’ ও কবি মুহম্মদ নূরুল হ্রদার নেতৃত্বে বাংলাদেশের লোকসংগীত’ বিষয়ক গবেষণা ও গ্রন্থের কাজ করেন। সফল সংগঠক, ছােট-কাগজ সম্পদক, সংস্কৃতজন ফরিদ আহমদ দুলাল-এর নিষ্ঠা ও আন্তরিকতার কাছে।