ফরিদপুর জেলার শোভারামপুর গ্রামে ১৯৪৬ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন কবি নুরুদ্দীন শেখ। পিতা মরহুম মো. শমশের আলী শেখ। মাতা মরহুম দিলজান খাতুন। হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স করেছেন তিনি। তার দুই সন্তান শেখ শ্যামুয়েল-নূর ও শেখ সাইমুম-নূর। কবি নুরুদ্দীন শেখ একজন মুক্তিযোদ্ধা। তিনি ট্রেড ইউনিয়ন কর্মী। শ্রমজীবী মানুষের দাবি দাওয়া আদায়ে কাজ করে গেছেন নিরন্তর। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জাতীয় পরিষদে সদস্য হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। শিশুকিশোর সংগঠন ‘খেলাঘর’ এর জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ‘বাংলাদেশ বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন’ এর সাধারণ সম্পাদক এবং সর্বশেষ ‘জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ’ এর সভাপতি ছিলেন। ফরিদপুর লেখক পরিষদের উপদেষ্টা তিনি। ১৯৭৭ ও ১৯৭৮ সালে বাংলা একাডেমিভিত্তিক সাহিত্য সংগঠন ‘কথাশিল্পী সাহিত্যগোষ্ঠী’ আয়োজিত সাহিত্য সভায় ছড়া পাঠ করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করেন। প্রকাশিত গ্রন্থ চিং চিং ছড়াং (ছড়া ২০১৪) , ডিগবাজি খা (২০১৫), ইতিহাস হাঁস নয় (২০১৬), আমারে জ্যান্ত কবর দাও (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, ২০২১), স্কুল ব্যাগ (ছড়া, ২০২৩ ), গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড (রম্য ছড়া, ২০২৩)