ইংরেজি ২০২৩ সালে বইমেলাতে "চোখ" কাব্যগ্রন্থ বের হবার পর এবার ২০২৪ ইং সালের বই মেলাতে গভীর রাতের নীরবতা কাব্যগরন্থখানী বের করার জন্য মনোস্থির করলাম। এবারের কবিতার বইটি হলে আটখানা বই হবে কবিতার আর দুইখানা গল্প বই। যিনি সাহিত্য অঙ্গেনে প্রবেশ করেন তিনি আসলে এ সমুদ্রসম পথে পা রাখেন, যার কোন তল খুঁজে পাওয়া সম্ভব নয়। তবু মনের জোর না হারিয়ে হেঁটে চলছি এপথে। আমার লেখা যারা পাঠ করেছেন, তাঁদের পবিএ হৃদয়ে আমি এক ক্ষুদ্র জ্ঞানসম্পন্ন মানুষ। তাঁদের সুদৃষ্টি আর ভালোবাসা আমার লেখার মূলশক্তি। যেদিন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে, মাননীয় জেলা জজ এবং অন্যান্য সকল জজ এবং ম্যাজিস্ট্রেটদের সকলের হাতে আমার প্রকাশিত বইগুলো উনাদের প্রত্যেকের হাতে দিয়ে ছবি তোলা হলো এবং তা নিয়ে বড় জজ সাহেব কথা বলে আমায় অনুপ্রাণিত করলেন, সেদিনই আমি আমার লেখার মর্ম সম্পর্কে আরও সজাগ হলাম। ময়মনসিংহের আইনজীবীদের সাহিত্য সংস্কৃতিক অনুষ্ঠানে জনাবা জজ সাহেব মাননীয়া মেহেরুনেছা মেমের হাত হতে লেখিকা সন্মাননা পেয়ে ধন্য এবং আনন্দিত আমি। সেদিনের অনুষ্ঠানে জেলা ময়মনসিংহের মাননীয় পিপি জিপি এপিপি এজিপি এবং মান্যবর সিনিয়র জুনিয়র, আমার সহকর্মী আইনজীবীগণের আন্তরিক দোয়া এবং ভালোবাসা পেয়ে ধন্য হয়েছি আমি। আমি আমার সন্মানিত সকল পাঠক/পাঠিকাদের প্রতি আজীবনের কৃতজ্ঞতা ও দোয়া জানাই। দেশ দেশের বাইরে বাংলা ভাষাভাষী মানুষদের একজনের অন্তরে সামান্য এতটুকু জায়গা পেলেও স্বার্থক হবে আমার সাধনা। সবাই সুস্থ সুন্দর রোগমুক্ত জীবনের অধিকারী হোন। এই আমার আশা।আমার জন্য দোয়া করবেন দয়া করে, সবাই। আমিন।