ফ্ল্যাপে লিখা কথা সময় বদলের সঙ্গে সঙ্গে ভাষারও বিবর্তন ঘটে। ভাষা থেকে শুধু বহু শব্দ ঝরেই পড়ে না অনেক নতুন শব্দ যুক্তও হয়; ভাষাকে করে সমৃদ্ধ। কখনও কখনও শব্দের পুরনো অর্থও পাল্টে যায়। শুধু তাই নয়, বানাও পাল্টায়। ভাষাকে সুশৃঙ্খল করার জন্য ব্যাকরণ অপরিহার্য হলেও বাস্তবে দেখা যায় ব্যাকরণের নিয়মকে অগ্রাহ্য করেই বহু শব্দ তৈরি হচ্ছে, সেগুলো নির্দ্ধিধায় ব্যবহৃতও হচ্ছে। এটি ভাষা গতিশীলতাই প্রমাণ করে।
বহু ভাঙ্গাগড়ার পর বাংলা বানানের একটি প্রমিত রূপ তৈরি হয়েছে। এই রূপটির সঙ্গে আমাদের অনেকের পরিচয় নেই। এই বইয়ে বাংলা বানানের সাধারণ নিয়মগুলো তুলে ধরা হয়েছে। এছাড়াও শব্দের আধুনিক বানান, শব্দের ব্যবহার, বাক্যগঠন, যতিচিহৃসহ প্রয়োজনীয় কিচু বিষয় সংক্ষেপে বলা হয়েছে। শুদ্ধ ও ভালো বাংলা লেকার ব্যাপারে বইটি হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী।
সূচিপত্র * বানানের সাধারণ নিয়ম * ং কোথায় বসবে * ঙ বসানোর নিয়ম * কার চিহৃ * এ ও অ্যা * জ ও য * শ ষ স * দন্ত্য ন ও মূর্ধণ্য ণ * অয়ন/ আয়ন * ক্রিয়াপদের রূপ * বিসর্গ সমাচার * শব্দে চন্দ্রবিন্দু * খণ্ড ৎ- এর ব্যবহার * বান ও মান / তর তম * সংখ্যা লিখন * মাস, বার , তিথি * মনে রাখুন * সেঁটে বসা শব্দ * কৃত ব্যবহার * সংস্কৃত নিয়মের বেড়ি থেকে মুক্তি * সংক্ষেপিত শব্দে ষষ্ঠী বিভক্তি * কি ও কী * ই-এর জাদু/ ও এবং আর/ কর্তৃক ও দ্বারা * বাক্যে বহুবচন * উপসর্গ দিয়ে শব্দ তৈরি গঠন * প্রত্যয় যোগ করে শব্দ * কিছু শব্দের ব্যবহার কৌশল * শব্দের ভূল প্রয়োগ * এক শব্দকে দুই শব্দে ভেঙ্গে লেখার ভুল * যদি চিহৃ * বাক্য গঠন * বাংলায় হামেশা ব্যবহৃত কিছু শব্দ * আরবি-ফারসি বানান প্রসঙ্গে * বাংলায় ব্যবহৃত কিছু সংস্কৃত শব্দ * ইংরেজি শব্দ * কবি সাহিত্যিকদের নামের বানান * জেনে রাখা ভালো * সহায়ক গ্রন্থপঞ্জি