হোমো সেপিয়েন্স খুব অদ্ভুত একটি প্রাণী। আমাদের পূর্বসূরিরা প্রথমে গাছে বাস করতো, তারপর আবিষ্কারের উদ্দেশ্যে তারা মাটিতে - নীচে নেমে এসেছিল। তারপর তারা দ্বিপদী প্রাণীতে পরিণত হয়েছিল, এবং অবশেষে পুরো পৃথিবী আবিষ্কার, এবং সেখান থেকে অসীম সম্ভাবনা অভিমূখে তাদের যাত্রা শুরু করেছিল। আচরণের এই পরিবর্তন এখনো অমীমাংসিত সবচেয়ে বড় রহস্যগুলোর একটি, কিন্তু প্রাগৈতিহাসিক বিজ্ঞানে বিস্ময়কর সাম্প্রতিক অগ্রগতির কল্যাণে আমরা এখন এটি সমাধান করার পথে রয়েছি। জীবাশ্মীভূত ডিএনএ অণু পৃথক, সংগ্রহ আর অনুক্রম করার মাধ্যমে আমরা জেনেছি যে, মাত্র ৪০,০০০ বছর আগেও কমপক্ষে আরো তিনটি মানব প্রজাতির সাথে আমরা এই পৃথিবীতে সহাবস্থান করেছিলাম, এবং আমরা জানি, সেপিয়েন্সরা, আফ্রিকার একটি প্রজাতি, তারা আফ্রিকার বাইরে দুটি অন্য প্রজাতির সাথে আন্তঃপ্রজনন করেছিল। নতুন জীবাশ্ম নমুনাগুলো থেকে আমরা আরো প্রমাণ করতে সক্ষম হয়েছি , আমাদের পূর্বসূরিরা শুধুমাত্র পূর্ব আফ্রিকায় উদ্ভুত হয়নি, বরং আসলেই তারা সমগ্র-আফ্রিকার একটি প্রজাতি। আমরা আরো আবিষ্কার করেছি, ইতোপূর্বে যা আমরা ভাবতাম, তার চেয়েও আরো এক লক্ষ বছর আগে সেপিয়েন্সরা আসলেই প্রথমবারের মতো তাদের সমগ্র-আফ্রিকাব্যাপী সূতিকাগারটি ত্যাগ করেছিল।