ব্যক্তিজীবনে জ্ঞানার্জন জরুরি। কেননা, মানুষ সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত। সৃষ্টি জগতের অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে পার্থক্য হলো জ্ঞান থাকা বা না থাকা। সে হিসেবে বলা যায়, মানুষকে শুধু ভোগবিলাসী করে জীবনযাপন অতিবাহিত করলেই হয় না, অর্জন করতে হয় জ্ঞান, হতে হয় জ্ঞানী ও শিক্ষিত। তাই বই পাঠে মানুষ আনন্দ লাভ করে থাকে সত্য, তবে আনন্দ উপলব্ধির জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। বইয়ের জগৎ থেকে আনন্দ লাভের জন্য মানুষকে অধ্যবসায়ী হতে হবে। উৎকৃষ্ট বই মানুষকে প্রকৃত আনন্দ দান করতে পারে। লেখকের লেখা দেশ ও জাতির কিছু বার্তা নিয়ে আসে। তাই ভালোবাসতে হবে বইকে। বইয়ের সাথে গড়ে তুলতে হবে নিজেকে। বই মানবজাতির পরম বিশ্বস্ত বন্ধু। সামাজিক জীব হিসেবে মানুষ অন্যের সাহচর্য পাওয়ার পাশাপাশি বইকেও বন্ধু হিসেবে বেছে নিয়েছে। বইয়ের সাথে গড়ে তুলেছে আত্মিক সম্পর্ক। মানবজীবন প্রবাহের যাবতীয় ভাব-অনুভূতি জানার প্রবল আগ্রহ মানুষকে বইমুখী করেছে। মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনার অনুভূতি ধারণ করে আমরা সমাজের বাস্তবতার আলোকে নতুন দিগন্তের অপেক্ষা থেকে কাব্যগ্রন্থটি সংকলন করেছি। অতীত বর্তমান ও অনাগত ভবিষ্যতের মধ্যে যোগসূত্র স্থাপন করতে চেয়েছি। তাই বই পড়ে মানব মনে পরম প্রশান্তি আনবে।