আলোর মিছিল
ভাবনার আকাশে পায়রা বেশে, কবিমন উড়ে চলে,
প্রতিবাদের ঝড়, হয়ে বরাবর কবিতাতেই কথা বলে
কবির কলম, হয়ে বল্লম! তেজদীপ্ত প্রতিবাদ বুঝাতে,
আলোর মিছিল, হয় গতিশীল, কলমের ভাষাতে।
কলম সৈনিক, সাহসী অধিক, ভয় নাহি পায় কিছুকে,
আসলে মরণ, করবে বরণ, নত করবেনা মাথাকে।
বীরের বেশে, এক নিমেষে করবে, অনিয়ম ছারখার,
কলমের ভাষা, করবে নিরাশা, অত্যাচারীর কারবার।
কবির মন, খোঁজে সারাক্ষণ, পরিপূর্ণ শান্তির বার্তা,
শান্তির কোলে, থাকবে মিলে, আবাল, বৃদ্ধ বনিতা।
মানবতার বুকে, অন্যায় রুখে, খুলবে সাম্যের দ্বার,
হিন্দু—মুসলিম, বৌদ্ধ—খ্রিষ্টান মোরা একটিই পরিবার।
ক্ষমতার বাহার, অর্থের পাহাড়, যাক চলে নির্বাসনে,
বর্ণবৈষম্য, অর্থের তারতম্য, মুছে যাক মননে।
ধর্ম ভেদাভেদ, অশান্তি অনভিপ্রেত ভুলে যাই মোরা,
মানুষ মোরা, মনুষ্যত্বে গড়া, শান্তিময় হউক এ ধরা।
কবির মননে, আলোর ভূবনে, স্বপ্নের তরী ভিড়ে,
স্বপ্নেরা এসে, বলবে হেসে, সুখ সকলের মনোঘরে।
টাকার নেশায়, সুখের আশায়, কেন লঙ্ঘন করো মানবতা,
গুণে, গুণে সব, হিসেব চাইবেন রব, শুনো সেই বার্তা।
ছোট্ট জীবন, করি সমর্পণ, মানব সেবার তরে,
সুখ পায়রা, এসে দেবে ধরা, সকলের মনোঘরে।
যুদ্ধ—হানাহানি, লক্ষ প্রাণহানি! বন্ধ হউক এবার,
জীবনের বুকে, রবে সকলে সুখে, নিয়ে মানবাধিকার।
আলোর মিছিলে, শান্তির নিখিলে, একসাথে চলি,
মানবতার বন্ধন, হৃদয় স্পন্দন, সদা সত্য কথা বলি।
সত্য প্রতিষ্ঠায়, কর্তব্য নিষ্ঠায়, চলি আলোর মিছিলে,
শান্তি এসে, বলবে হেসে, জ¦লে ওঠো মনো বলে।