সোজা কথা বলি, শুনুন। বাংলা দিয়ে ইংরেজি শেখা যায় না। শুধু ট্র্যানস্লেশন করে ইংরেজি শেখা যায় না। যেমনঃ আমি যাই – I go. তুমি যাও – You go. এরূপ ১ লাইন বাংলা ও এক লাইন ইংলিশ প্র্যাকটিস করা যে কতটা ভয়ঙ্কর তা আপনি কল্পনাও করতে পারবেন না। আরেকটি কথা। শুধু একটি স্পোকেন ইংলিশের বই পড়ে কখনো ইংরেজি শিখতে পারবেন না। তাহলে? আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। সেটা আবার কি? আপনার ইংলিশ বলার দক্ষতা নির্ভর করে আপনার শোনার দক্ষতার উপর। আর আপনার লেখার সফলতা নির্ভর করে ইংরেজি পড়ার দক্ষতার উপর। যদি প্রশ্ন করিঃ আপনি কি ইংরেজি পডকাস্ট শোনেন? আপনি কি ইংলিশ নিউজ শোনেন? ইংলিশ গান? ইংলিশ মুভি দেখেন? উত্তর যদি হয় ‘না’, আপনার ইংলিশ লিসনিং এর অবস্থা খুবই শোচনীয়। আপনার ইংলিশ বলার দক্ষতা জীবনেও হবে না। লিখে রাখুন। যত বই পড়েন না কেন বা কোর্স করেন না কেন। কি করবেন তাহলে? বাংলাদেশে শুধু TESOL PUBLICATIONS-এরই অডিও-ভিজুয়াল বই রয়েছে—ছোট বড় সবার জন্য। এই বইয়ের প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা অডিও রেকর্ড করা রয়েছে। বইয়ের কাভার পৃষ্ঠার QR CODE স্ক্যান করে ঠান্ডা মাথায় বার- বার শুনুন, রিপিট করুন, বই দেখে দেখে পড়ে আপনার মোবাইলে অডিও রেকর্ড করুন। অডিও প্র্যাকটিসের জন্য WhatsApp Group আছে। সবাই মিলে ওখানে অডিও প্র্যাকটিস করুন। জাদুর মতো ফল পাবেন, ইনশাআল্লাহ। TESOL KIDS