সতত প্রবহমান জীবনের স্রোতধারায় কত-না রঙের খেলা! এখানে যেমন আছে গোধূলির আভা, তেমনি আছে রৌদ্রদগ্ধ চৈত্রের খরতাপ কিংবা মাঘ-পৌষের হিমশীতল রাত্রি। এরইমাঝে সময়ের খেয়ায় বয়ে চলে জীবন তার জীবিকার পথ বেয়ে, তা সে ভাল-মন্দ, গ্রহণযোগ্য, বর্জনীয় যাই হোক না কেন! কল্পিত এক চরিত্র প্রকৌশলী আবদুল বাতেনের জীবনপরিক্রমাই এ কাহিনির মূল উপজীব্য, সততার পরাকাষ্ঠা এক প্রকৌশলীর যাপিতজীবনের আদ্যোপান্ত, কিন্তু তা হতে পারত কত-না রঙে রঙিন, কত-না বিচিত্র চিত্রময়তায় ভরা! আবদুল বাতেন তাঁর জীবনকে উপভোগ করছেন পুরোটাই সাদা-কালোর আঙ্গিকে, বিশ্বাস রেখেছেন শালীন সৌন্দর্যময়তায়! পিতৃপুরুষের লালন করা চিরকালীন চিরজাগরুক শক্তি ও সততার পথ বেয়ে বলিষ্ঠ আত্মবিশ্বাসে তিনি পথ চলেছেন স্ত্রী-সন্তান সবাইকে নিয়ে, পরিহার করেছেন অশালীন অসততা, ফলশ্রুতিতে পুরস্কৃত হয়েছেন উত্তরাধিকারের মেধাবী অর্জনে, যা তাঁকে দিয়েছে অপরিসীম আনন্দ। এমন নিষ্ঠা সততা আর মেধাবী জীবনবোধ আমাদের আত্ম বিশ্বাসের ভিতকে আরও মজবুত করবে আর সমাজকে নিয়ে যাবে ভিন্ন এক পরিশীলিত সুশোভিত মাত্রায়, এমন প্রত্যাশায় লেখা ড. আলি আকবর মল্লিকের বইটি পাঠকমনকে দ্রবীভূত করবে এক সুশীতল রসায়নে, এমন প্রত্যাশা করি। প্রকাশক