'চৈত্রের দিন নিভে আসে' সোমা দেব এর সপ্তম গল্পগ্রন্থ। এ বইয়ে দশটি ছোট গল্প সংকলিত হয়েছে। ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নারী জীবনের সংগ্রাম গল্পগুলোতে লিপিবদ্ধ হয়েছে। আমাদের সামাজিক বাস্তবতায় নারীর ওপর চাপিয়ে দেওয়া হাজারো অযাচিত দায়িত্ব, যন্ত্রণা তাকে বেঁধে রাখে জটিল ঘূর্ণাবর্তে। সেই একই চক্রে পাক খাওয়া নারীরা নিজেদের হারিয়ে ফেলে গোলক ধাঁধায় যেখান থেকে নিজেকে পরিস্ফুরণের স্বপ্ন তার কাছে অধরা মনে হয়। তা থেকে বেরিয়ে নারীর আত্মশক্তির জাগরণ, আপন চোখে বিশ্ব দেখা, বহুবর্ণিল জীবনের বাঁকে বাঁকে নিজেকে উপলব্ধি, স্বাধীনতার স্বাদ আস্বাদন, মেধার পরিস্ফুটন এই সবকিছুই গল্পগুলোতে বাস্তব হয়ে ধরা দিয়েছে। যা নারীকে করেছে অনন্য, অবিসংবাদিত। সোমা দেব এর সৃষ্ট নারী চরিত্ররা সামাজিক, মনস্তাত্ত্বিক জটিলতা থেকে বেরিয়ে এসে নতুন আলোর সন্ধান পান। যে আলো তাকে পথ দেখিয়ে নিয়ে যায় নতুন জীবনে। পতিতালয়ে জন্ম নেওয়া অনামিকা, বস্তিতে বেড়ে ওঠা কুলসুম আবার একই সাথে উচ্চশিক্ষিত পরিবারে জন্ম নেওয়া লাবণ্য, অদিতি, লুবনা জীবনের নানা টানাপোড়েন মোকাবেলা করে কখনও সামাজিক, কখনও অর্থনৈতিক আবার কখনও মনস্তাত্ত্বিক ক্ষমতায় নিজেকে বিকশিত করে। এই বইয়ের নারীরা এমন আসনে নিজেদের অধিষ্ঠিত করে যে তারাই অন্য নারীর জন্য অনুসরনীয়, অনুকরণীয় হিসেবে প্রতিভাত হয়।