'আরবি শিক্ষা অভিযাত্রা' ১ম ও ২য় খণ্ড বই দুটি লেখার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে সর্বাগ্রে আল্লাহ তা'আলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ তাঁর পরিবার-পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাঁর সকল অনুসারী মু'মিন নর-নারীদের উপর। এর উপর, আল্লাহ তা'আলার অনুগ্রহ, তাওফীক ও সহায়তা ছাড়া কোন ভালো কাজ সম্পন্ন করা সম্ভব নয়। আল্লাহ তা'আলা আমাকে সার্বিকভাবে সাহায্য করেছেন বলেই আমি বইটি লিখতে সক্ষম হয়েছি। আর আল্লাহ তা'আলা যাকে ভালোবাসেন তাকে দিয়েই দ্বীনের খেদমত করিয়ে নেন। তাই বইটি লেখার পিছনে আমার কোনো কৃতিত্ব নেই। সর্বশক্তিমান আল্লাহ তা'আলার তাওফীকেই বইটি লিখতে পেরেছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমার এই ক্ষুদ্র খিদমাতটুকু সকল ভুলত্রুটি মার্জনা করে কবুল করেন, আমীন! বাংলাভাষাভাষী মুসলিমদের আরবি ভাষা শিক্ষার প্রবল আগ্রহ থাকলেও বাজারে ভাষা শিক্ষার বই অপ্রতুল। তাই সকল শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখে দুই খণ্ডে অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে সিরিজটি রচনা করা হয়েছে। দুটি খণ্ড ভালোভাবে পড়লে একজন শিক্ষার্থী নিজে নিজে আরবি ভাষায় কথা বলতে পারবে, কোরআন ও হাদীস পড়ে বুঝতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। বইটি রচনায় যে-সকল লেখকের বই-পুস্তক থেকে সহযোগিতা নেয়া হয়েছে, তাদের সবাইকে আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দান করুন! আমার সহধর্মীনি অব্যাহতভাবে সহযোগিতা করেছেন। তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। সর্বোপরি আমার মতো ক্ষুদ্র মানুষকে এ মহতী কাজের সুযোগ আল্লাহ পাক দিয়েছে। এজন্য তাঁর দরবারে লাখো শুকরিয়া।