বই পরিচিতি শিকদার ওয়াহিদুজ্জামানের কাব্যগ্রন্থ ‘সব প্রশ্নের উত্তর মেলে না’ প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। আমি আনন্দিত এই জন্য যে, আবৃত্তিপ্রেমী বন্ধুরা এক মলাটে সুসজ্জিত অনেকগুলো আবৃত্তি-উপযোগী কবিতা পেয়ে যাবেন। কবিতার একজন নিবিষ্ট পাঠক হিসেবে শিকদার ওয়াহিদুজ্জামানের এই কাব্যগ্রন্থকে অসাধারণ কিছু পদ্যের সমাহার বলে অভিহিত করবো আমি। নাগরিক এই কোলাহল পাশ কাটিয়ে, যান্ত্রিক জীবনকে অতিক্রম করে কাব্যের নতুন পাঠক সৃষ্টিতে তাঁর এই কাব্যগ্রন্থটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের চারপাশে ঘটে যাওয়া প্রতিদিনের নিত্যনতুন সব ঘটনা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে কবির উপলব্ধি ও জীবন ঘনিষ্ঠ বোধ তিনি সাজিয়েছেন সহজ সরল চেনা-জানা শব্দে, চপল গতিতে পদ্যের প্রাঞ্জল ভাষায়। তাঁর কবিতায় দুর্বোধ্য সব শব্দ তিনি পরিহার করেছেন পরম মমতায়। দুরন্ত শৈশব- কৈশোর ও স্পর্ধিত যৌবনের সীমানা পেরিয়ে, পেশাগত জীবনের বিস্তৃত অভিজ্ঞতার পলিতে জন্ম নেয়া বোধের সরোৎসার কবিকে উদ্বুদ্ধ করেছেন এই কাব্যগ্রন্থ রাচনায় যা পাঠকের হাতে পৌঁছলে নতুন বইয়ের সুঘ্রাণের সাথে তাঁর স্পর্শকাতর কবি-হৃদয়ের আবেগ-অনুভূতিও পাঠকের চিত্তকে আন্দোলিত ও মথিত করবে। বিচারকের দায়িত্ব পালনের মতো একটা কঠিন ও দায়িত্বশীল পেশায় নিয়োজিত থেকেও দেশের মানুষের সংকট ও সম্ভাবনা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা, আশা এবং হতাশা তিনি যেভাবে তাঁর পঙক্তিমালায় চিত্রিত করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় সহজ-সরল শব্দ বিন্যাসে, সাবলীল ছন্দে ও নিরবচ্ছিন্ন গতিময়তায় সুনির্দিষ্ট বক্তব্য কাব্যের ভাষায় চিত্রিত করবার স্বভাবসুলভ প্রতিভা তাঁর সহজাত বৈশিষ্ট্য। সমাজ সচেতনতা ও কল্যাণমুখী উজ্বলতার আগামীর স্বপ্নের বিস্তার ঘটিয়েছেন। তিনি তাঁর ‘সব প্রশ্নের উত্তর মেলে না’ কাব্যগন্থের প্রতিটি পঙক্তিমালায়। আমি শিকদার ওয়াহিদুজ্জামানের কাব্যগ্রন্থ ও প্রশ্নের উত্তর মেলানোর সার্বিক সাফল্য প্রত্যাশা করছি এবং কবির জন্য আমা নিরস্তর শুভেচ্ছা জ্ঞাপন করছি কাব্য সৃজনে শিকদার ওয়াহিদুজ্জামান পৌঁছে যান তাঁর স্বপ্নের সীমানায়- এই প্রত্যাশায় আমার। মাহিদুল ইসলাম আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক