বই পরিচিতি ডা: সাব্বির গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ছাত্র। উচ্চ শিক্ষার লক্ষ্যে মায়াময়ী মা বাবা আত্মিয় স্বজনদের রেখে বাল্য বয়স থেকে আর্থিক শারীরিক মানসিক পারিপার্শ্বিক ইত্যাদি নানাবিধ ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রতিষ্ঠিত হয়েছে বটে কিন্তু কঠিন পথ অতিক্রান্ত হতে সুন্দর সুকোমল মন স্বাধীনচেতা হৃদয়ের ওপর যে ঝড় বয়ে গিয়েছে, তাতে তাঁর সুস্থ মানসিক গঠন, প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সফলতার দ্বার প্রান্তে এসে খেই হারিয়ে ফেলেছে ডা: সাব্বির। নানাবিধ ধর্মনীতির বিরুদ্ধে কর্ম তাকে ঘিরে ধরে। সুন্দর সুস্থ প্রেম ভালবাসা, স্নেহকে হারিয়ে ফেলে। প্রভুত্বচর্চা তাকে বাধাহীন করে তোলে। “বদলে গেল ডা: সাব্বির” এই ছোট উপন্যাসে অবিমিশ্র সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন লেখিকা। লেখক পরিচিতি লেখিকা নাসরিন বেগমের জন্ম টাঙ্গাইল জেলা মির্জাপুর থানায়। পিতা মরহুম : শামস্ উদ্দীন আহমেদ, মাতা : তৈয়বা খাতুন। সাত ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। ১৯৯৫ সালে উদ্ভিদ বিদ্যা বিভাগে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। স্বামী প্রাক্তন অধ্যাপক ডা. এসএম সামাদ, (নেফ্রোলজিস্ট)। তাঁদের দুই সন্তানÑ রেজওয়ান সালেহীন ও ফাতিন ইশরাক। বর্তমানে তিনি কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস KAMPS)-এর সেবামূলক কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। এ বছর তিনি দুটি বই প্রকাশ চাচ্ছেন। প্রথমটি : ‘চিত্ত বাসনাময়’ ও দ্বিতীয়টি : ‘বদলে গেল সাব্বির’।