‘তাসাউফ বিজ্ঞান’ সূফী দর্শনের ওপর এক অনবদ্য সৃষ্টি। যেখানে সূফী দর্শন ও বিজ্ঞানের তুলনামূলক আলোকপাত করা হয়েছে। সূফী দর্শন ইসলামে এক ঐতিহাসিক অপরিহার্য অধ্যায় হিসেবে সেই ইসলাম ধর্মের আদিলগ্ন থেকেই চলে আসছে। দেশ-বিদেশে এর ব্যাপক বিস্তৃতি রয়েছে। রয়েছে এই দর্শনের বিশাল একটি অনুসারী গোষ্ঠী। ড. ফকীর আবদুর রশীদ চিশ্তী একজন চিশ্তীয়া তরিকার আধ্যাত্মিক সাধক। তিনি সূফী দর্শনের ওপর গবেষণা করেছেন। এই দর্শন নিয়ে কাজ করে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। সূফী দর্শনের উপরে তাঁর রয়েছে ব্যাপক জানাশোনা। বর্তমান গ্রন্থটিও তাসাউফ বিজ্ঞান নিয়ে একটি অনবদ্য রচনা হিসেবে বিবেচিত হতে পারে। লেখক তাঁর ব্যক্তিগত ভাবনায় ধর্মীয় দর্শন, তাসাউফ এবং বিজ্ঞানের কিছু আলোকপাত করেছেন। এটা তাঁর নিতান্তই ব্যক্তিগত। মানুষের বিশ্বাস- অবিশ্বাস অনেক জায়গায় কোনো কোনো বিষয়ে থমকে দাঁড়াতে পারে। তারপরেও ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত অনুভূতি, সবকিছুই একটি ছকের ভেতর দিয়ে দর্শনের গতিপথ আবর্তিত হয়। মানুষ হিসেবে আমরা সেই সব আদর্শিক দিকগুলো গভীরভাবে অনুধাবন করি-- যা আমাদের যাপিত জীবনে অনুরণিত হয়। ‘তাসাউফ বিজ্ঞান’ নিশ্চয় পাঠককে অনুপ্রাণিত করবে। সূফী দর্শন, তাসাউফ, এবং হাদিস কোরানের আলোকে কিছুটা হলেও ধর্মীয় চেতনায় দর্শনের আলোকরশ্মি পাঠককে সঠিক পথের দিশা বাতলে দেবে। আনোয়ার কামাল কবি, গল্পকার, প্রাবন্ধিক ও সাহিত্য আলোচক সম্পাদক, প্রকাশক-- ‘এবং মানুষ’ ঢাকা