সমাজে মানুষ রক্তসম্পর্ক ও বৈবাহিক কারণে যেমন একে অপরের সাথে সম্পৃক্ত তেমনি সামাজিকভাবেও সম্পৃক্ত। মানুষের ভালো থাকা, আনন্দে থাকা এবং নিরাপদ ও স্বস্তিতে থাকা তার একার উপর নির্ভর করে না। এটি একান্তভাবে সমাজের সকলের পারস্পারিক সুসম্পর্ক ও দায়িত্ব পালনের উপর নির্ভর করে। সমাজে একজন মানুষ একই সময় অসংখ্য সম্পর্কজালে আবদ্ধ হতে পারে। সম্পর্কগুলোর আবেদন ও দাবি সঠিকভাবে পূরণ করা না করার উপর মূলত সামাজিক সম্পর্কের স্থিতিশীলতা নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা এ কারণে পারস্পারিক সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে মানুষের করণীয়-বর্জনীয় নির্দেশ করেছেন। আল্লাহর রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেগুলো বাস্তবায়ন করে দেখিয়েছেন। প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেছেন। এভাবে সামাজিক সম্পর্কের বিভিন্ন পর্যায়ে ব্যক্তির মর্যাদা ও অধিকারের একটি পরিষ্কার রূপরেখা আঁকা হয়েছে, যেগুলো মেনে চলার উপর মানুষের নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্মানজনক বেঁচে থাকা নির্ভরশীল। ইসলামে মানুষ : মর্যাদা ও অধিকার গ্রন্থে সম্পর্কভেদে একজন মানুষের সাথে অন্য মানুষের আচরণ কেমন হবে আল-কুরআন ও আল-হাদীসের আলোকে সেগুলোই তুলে ধরা হয়েছে। সমকালীন অস্থির ও অস্থিতিশীল পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় ও মর্যাদাপূর্ণ করার ক্ষেত্রে গ্রন্থে বিবৃত নির্দেশ ও নির্দেশনাগুলো বিশেষভাবে উপযোগী বলে আমাদের বিশ্বাস।