Islam: It's Meaning and Message গ্রন্থে কন্ট্রিবিউট করেছেন বিগত শতাব্দীর বিশ্বসেরা বারোজন ইসলামি স্কলার। যাদের লেখা নিয়ে এই গ্রন্থটি প্রকাশ হয়েছে তাঁরা প্রত্যেকেই ছিলেন ইসলামি জগতের একেকটি পিলার। তাঁদের লেখনিই যুব মানসে সৃষ্টি করে ইসলামি জাগরণ। সেই জাগরণের ঢেউ চলতি শতাব্দীতেও রয়েছে বহমান । একবিংশ শতাব্দীটা ছিলো বিজ্ঞান, দর্শন ও রাষ্ট্রচিন্তার চরম উৎকর্ষের শতাব্দী। একদিকে যেমন বস্তুবাদের ভোগবাদী কালচারের সময় উত্তাল সয়লাব বিশ্বকে গ্রাস করে নিচ্ছিল, অপরদিকে মহান স্রষ্টা আল্লাহ তায়ালা বস্তুবাদের ভোগবাদী সেই কালচারের মোকাবেলায় ইসলামের আদর্শিক, বৈজ্ঞানিক, দার্শনিক শ্রেষ্ঠত্বকে যুক্তির কষ্টিপাথরে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করার যোগ্য বেশি কিছু বান্দাকে সৃষ্টি করেন। তাঁদের সংখ্যাও নিতান্ত কম নয়। তাঁদের অনেকেই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বিজয়ী করার উদ্দেশ্যে আন্দোলনেরও সূচনা করেন। আবার অনেকেই তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে ইসলামের মহাকল্যান ও শ্রেষ্ঠত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরেন । এ সময় দেশে দেশে প্রতিষ্ঠিত হয় বহু ইসলামিক প্রতিষ্ঠান, সংগঠন। এ শতাব্দীতে বিশ্বব্যাপী ইসলামি নবজাগরণ সৃষ্টি হয় ।