প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জন না করার অন্যতম একটি কারন হল MCQ অংশে ভাল মার্কস না পাওয়া। এনালাইসিস করে দেখা গেছে MCQ অংশে ভাল করার জন্য সব লেখকের মূল বই অনুশীলনী সলভ করা জরুরি। পাশাপাশি মেডিকেল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে দেখা গেছে প্রশ্ন হয় মূল বই ও মূল বইয়ের অনুশীলনী ভিত্তিক। তাই আমরা বলতে পারি একাডেমিক টু এডমিশন সফল প্রস্তুতির জন্য সকল লেখকের মূল বই অনুশীলনী সলভ করা জরুরি। সমস্যা হল একজন শিক্ষার্থীর পক্ষে এতো লেখকের বই কিনে অনুশীলনীর প্রশ্ন প্র্যাকটিস প্রায় অসম্ভব। একবার এক বই, আরেকবার আরেক বই অত্যন্ত কষ্টসাধ্য কাজ। আর্থিক বিষয়টি তো আছেই । এই প্রেক্ষাপটেই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সকল লেখকের মূল বই অনুশীলনী প্রশ্নব্যাংক। বিষয় ভিত্তিক বইগুলো আমরা সমৃদ্ধ করেছি সকল লেখকের মূল বই অনুশীলনী MCQ দ্বারা। আর এভাবে একটি বইয়ের মধ্যে তোমরা গুরত্বপূর্ণ সব লেখকের অনুশীলনী একসাথে পেয়ে যাচ্ছ। আমরা আশা করছি, এই অনুশীলনী প্রশ্নব্যাংক বইয়ের মাধ্যমে তুলনামূলক অল্প পরিশ্রমে তোমরা বোর্ড ও ভর্তি পরীক্ষার প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারবে। অনুশীলনী প্রশ্নব্যাংক বইগুলো অধ্যায়ভিত্তিক সাজানো। অধ্যায়ভিত্তিক: শুরুতে রয়েছে টপিকভিত্তিক সার্ভে টেবিল। যেখান থেকে বুঝতে পারবে একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ বোর্ড, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে সকল লেখকের মূল বই অনুশীলনীর MCQ প্রশ্ন ও সমাধান। প্রতিটি প্রশ্নের শতভাগ শুদ্ধ উত্তর ও শুদ্ধ ব্যাখ্যা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা মূল বই থেকে দেওয়া হয়েছে। এভাবে তোমরা অনুশীলনী প্রশ্ন সমাধানের পাশাপাশি ব্যাখ্যা থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ টপিক রিভাইজ দিতে পারবে। অধ্যায় শেষে রয়েছে দেশের টপ কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকে একটি সেলফ টেস্ট। এভাবে তোমরা অনুশীলনী সমাধানের পাশাপাশি অধ্যায়ভিত্তিক নিজের প্রস্তুতি যাচাই করতে পারবে। সকল লেখকের মূল বই অনুশীলনী সমাধান -সকল প্রশ্নের শতভাগ শুদ্ধ উত্তর -সকল প্রশ্নের শতভাগ শুদ্ধ ব্যাখ্যা -সকল বোর্ড প্রশ্ন অনুশীলনীতে সংযোজন -অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকের সার্ভে টেবিল -অধ্যায়ভিত্তিক টপ কলেজ প্রশ্নের সেলফ টেস্ট -মেডিকেল পরীক্ষা উপযোগী ব্যাখ্যা সংযোজন আসপেক্ট মুল বই অনুশীলনী প্রশ্নব্যাংক: প্রাণিবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান Aspect Text Book Question Bank: Zoology and Bota
Title
আসপেক্ট মূলবই অনুশীলনী প্রশ্নব্যাংক উদ্ভিদবিজ্ঞান ও প্রাণিবিজ্ঞান