শুরুতেই বলে রাখি এখানে বেশিরভাগ লেখা গল্প না ঘটনা, নানা জায়গা থেকে সংগ্রহ করা একেকটি অভিজ্ঞতা, যারা ভয় পেতে ভালোবাসেন আর ছোট্ট বেলায় মায়ের কোলে বা দাদু-দিদা বা অন্যদের থেকে রাতে ঘটনা গুলো শুনে ভয়ে শিউরে উঠতে কিন্তু মজা লাগতো, সে এসব ঘটনা বিশ্বাস-অবিশ্বাস তোমাদের ব্যাপার। ভুতের ভয় পেতে কে না ভালোবাসে। তাই তো চরম বিজ্ঞান মনষ্ক মানুষটিও ভুতের গল্প শুনতে ভালোবাসে সেই ছোট্ট বেলা থেকে মা-বাবা-দাদু প্রত্যেকের ঘটনা শুনে বড় হয়েছি কখনো ভয়ে গুটিয়ে গেছি। কখনো বা গল্প শেষে সারারাত ভয়ে কেটেছে। কিন্তু তবুও ভুতের গল্প শোনা চাই। এরপর কখনো কখনো নিজের জীবনে এমন কিছু অভিজ্ঞতা ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞানও দিতে পারেনা, যারা অভিজ্ঞতা লাভ করে তারা ছাড়া বাকিদের মনে হয় গল্প । কিন্তু বিজ্ঞানও স্বীকার করে প্রাকৃতিক এর মাঝে অপ্রাকৃতিকতা লুকিয়ে থাকে। দিন যেমন সত্যি রাতও তেমন সত্যি । এমন কিছু ঘটে যায় যার ব্যাখা কারো থাকেনা। হঠাৎ গ্রামের কবরের পাশ দিয়ে যেতে অস্বস্তিকর হাওয়া, পরক্ষনে অশরীরীর উপস্থিতি। কারো সফলতায় হিংসার কারণ ক্ষতি সাধন এর জন্য সৃষ্টিকর্তার শক্তির অপব্যাবহার করে অঘটন ঘটায় অথবা রাত ১২ টার পর এক অজানা বুড়ি পেছন থেকে ডাকে। এমন অনেক ঘটনার অভিজ্ঞতা নিয়ে গত পর্ব "রাত তখন বারোটার সাফল্যের পর "কালরাত্রি" নিয়ে এলাম। এখানে এক এক জন এর অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। কারো নিজের সাথে, কারো বা স্বজন বা চেনাদের থেকে শোনা, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের উপর । বিশ্বাস করুন না করুন ঘটনাগুলো আপনাদের হতাশ করবে না । ভয়ের রাজ্যে হারাতে চাইলে। বইটি আপনাদের পছন্দের একটি হবে।
হাঁটি হাঁটি সব থেকে দেরীতে কথা বলতে পারা , চলতে পারা থেকে শুরু করে দৌড়ে পুরস্কার থেকে , তর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া পুরো জীবনটাই যেন রহস্য গল্প থেকে কম না, কখনো উত্থান কখনো পতন, পতনটার সাথে পরিচিতি বেশি তাই আঘাতে আর প্রভাব পরে না, শিশুবাগ থেকে শিশু শ্রেনীতে যাত্রা শুরু হয়ে , ২০০৬ সালে কলকাতার "বরদা প্রসাদ উচ্চ বিদ্যালয়" থেকে মাধ্যমিক ও ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ, ২০১১ সালে কলকাতার "এন্ড্রুজ ইনস্টিটিউট অব টেকনোলজি ম্যানেজমেন্ট" থেকে বিবিএ , এবং ২০১৪ সালে এম বি,এ লেখালেখি সে ছোটবেলা ১০বছর থেকেই থেকেই , এছাড়া ছোট থেকে বিশ্ববিদ্যালয় জীবনের বড়ো একটা অংশ কলকাতার কলেজস্ট্রীট এর লেখার জগতে ডুবে থাকতে থাকতে প্রকৃতি থেকেই লেখার সৃষ্টি , মূলত প্রেম ,বিরহ তে গল্প , কবিতা লিখলেও, ভুত , গোয়েন্দা, রহস্য, নিয়েও নানা ছোট গল্প, উপন্যাস লিখেছেন, গল্প ,কবিতা গুলো facebook page " anik " YouTube chanel "Ghumstation". এ পরিবেশিত হয়, সম্মাননা ও পুরস্কার: উদীয়মান কবি সম্মাননা ২০২২ মানিক বন্দ্যোপাধ্যায় সম্মাননা ২০২১/২২ শ্রেষ্ঠ কবিতা ২০২৩ সেরা মানিক ২০২১ বৃত্তকলা একাডেমি পুরস্কার ২০২২ দুই বাংলার শ্রেষ্ঠ গল্প ২০২১ রবীন্দ্রনাথ লিটেরেচার এওয়ার্ড ২০২৩ শেখ রাসেল পুরষ্কার ২০২২ ডটবিডি সম্মাননা ২০২২/২৩ গন্তব্যস্বপ্নের সম্মাননা ২০২২, ২০২৩ বর্ষসেরা লেখক ২০২৩ জাতীয় সেরা কাব্য পুরস্কার ২০২২/২৩ , সমরেশ লেখক সাহিত্য সম্মান ২০২৩