সকল প্রসংশা মহান রব আল্লাহর যিনি নাযিল করেছেন মহাবিশে^র একমাত্র বিশ^য়কর গ্রন্থ, আল—কোরআন। অথচ, আমরা বেশীরভাগ মুসলিম এই কোরআন নিয়ে কোন চিন্তাভাবনা করি—না। মহান আল্লাহর চেয়ে সত্য ও সুন্দর কথা আর কে বলতে পারে? তাই, আমি এই ঐশিগ্রন্থ নিয়ে একটি বই সংকলন করতে চেয়েছি। বইটি সংকলন করতে গিয়ে পবিত্র কোরআনের ৩টি বাংলা অনুবাদ, দেশী বিদেশী ইসলামী স্কলার এর বক্তব্য, বিভিন্ন জার্নাল ও আর্টিকেল এর সাহায্য নিয়েছি। সংকলনটির প্রশ্নের উত্তরে আমি নিজস্ব কোন মত উল্লেখ করিনি। সরাসরি পবিত্র কোরআন এর উক্তিসমূহ আরবী ও বাংলায় রেফারেন্স সহ উদৃত করেছি যেন যে কেউ চাইলেই যাচাই করে নিতে পারেন। যেকোন লেভেলের ও ধর্মের মানুষ যেন ইসলাম স¤ম্পর্কে একটি পরিষ্কার ধারনা পায় ও পবিত্র কোরআন বুঝার আগ্রহ সৃষ্টি হয়, সে দিক লক্ষ্য রেখে এর প্রশ্ন ও বিষয়বস্তু সাজানোর চেষ্টা করেছি। এই সংকলনটি পাঠ করলে পাঠক প্রশ্নোত্তর এর মাধ্যমে অনুধাবন করতে পারবেন, মহাগ্রন্থ আলকোরআন কেন শ্রেষ্ঠ? কেন এর কোন পরিবর্তন, পরিবর্ধন এবং এরমত আর একটি গ্রন্থ রচনা সম্ভব নয়? পাঠক অনুভব করবেন, আসলেই এটি একটি বিজ্ঞানময়, মানবতাবাদী, সকল যুগের জন্যই শাসত জীবন বিধান। এমন যেন না—হয়, আল্লাহ বলবেনঃ قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنْسَىٰ এমনিভাবে আমার আয়াত যখন তোমার কাছে এসেছিল, তুমি তাকে ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকেও ভুলে যাব। [২০ ত্বহা ১২৬] আমি একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত, তাই জেনারেল শিক্ষায় শিক্ষিত ভাইদের কথা বিবেচনায় রেখে বইটির বিষয়বস্তু সাজানোর চেষ্টা করেছি।তবে আররী শিক্ষায় শিক্ষিতগণও উপকৃত হবেন বলে বিশ্বাস করি। সংকলনটির ভুল সংশোধনের জন্য বিভিন্নভাবে চেক করা হয়েছে। আল্লাহ মানুষকে সীমাবদ্ধ জ্ঞান দিয়েছেন, তাই এর ভুল দৃষ্টিগোচর হলে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অপর ভাইকে বলবেন। স্নেহের ছোট ভাই ডা. এস.এম. আব্দুল হাকিম এর সহযোগিতা ছাড়া সংকলনটির প্রকাশ প্রায় অসম্ভব ছিল। আল্লাহ পাক তাঁকে উত্তম প্রতিদান দিন।