ফ্ল্যাপ ‘সিয়াওয়াসেই ও সাগাসিতে’ বা ‘ভালোবাসার খোঁজে’ প্রিয় বন্ধু কাজলের প্রথম উপন্যাস। এইচএসসি পাশ করে একজন বাংলাদেশি যুবক সেলিম উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি দেন। উন্নত বিশ্বের অন্যতম জাপানের চমৎকার আইন শৃঙ্খলা এবং কৃষ্টি কালচার দেখে সেলিম মুগ্ধ হয়, আর বাংলাদেশের পরিস্থিতির সাথে তুলনা করে হতাশা ব্যক্ত করে নিজের প্রিয় দেশের জন্য। জাপানে গিয়ে পড়াশোনার পাশাপাশি একটি নাইট ক্লাবে চাকরি করতে থাকে খরচ মেটানোর জন্য। সুপুরুষ হলেও তার আপাত গাম্ভীর্যের কারণে ওখানকার মেয়েরা তাকে পছন্দ করলেও প্রকাশ করতো না। ব্যতিক্রম ছিল সুন্দরী মডেল মিউকি। গডফাদার মালিক তোরো সানের সাথে চুক্তিবদ্ধ হলেও মিউকি জড়িয়ে পড়ে সেলিমের সাথে ভালোবাসার সম্পর্কে। এটা জেনে তোরো সানের আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়ায় মিউকি। এদিকে সেলিমও স্বদেশে ভালোবাসার মানুষকে এক মুহূর্ত ভুলতে না পারলেও শেষ পর্যন্ত মিউকির ভালোবাসার টানে নিজেকে সঁপে দেয় ওর কাছে। এসব নিয়েই বন্ধু তাজুল ইসলাম কাজলের উপন্যাস ‘সিয়াওয়াসেই ও সাগাসিতে’ (ভালোবাসার খোঁজে) এগিয়ে চলে। আশা করছি, বইটি পাঠকপ্রিয়তা পাবে এবং লেখকও তার পরিশ্রমের একটা প্রাপ্তি হিসেবে আনন্দ ও খুশিতে তা উদ্যাপন করতে পারবে। বইটির সাফল্য কামনা করি।