রামাদান মুমিনের জীবনের আমলী বসন্তের সমষ্টি একটি মাস, রামাদানকে ফলপ্রসূ করতে হলে নিত্য নতুন মাসআলা সম্পর্কে অবগত হওয়া একজন মুমিনের ঈমানী কর্তব্য, এবং সে বিষয়ে জ্ঞান অন্বেষণের বিকল্প নেই, তার জন্য থাকতে হবে অধম্ম স্পৃহা, অসামান্য আগ্রহ এবং উন্নত অবিলাশ,চিন্তা, চেতনায়, প্রেরণায়, উদ্দীপনায়, হৃদয়ের প্রশস্থতায় অতন্দ্র প্রহরী, জ্ঞানের চূড়ান্ত লক্ষ্য অর্জনে, ও বাস্তবায়নে প্রয়োজন দূরদর্শিতা আর সঠিক দিক নির্দেশনা। বিজ্ঞানময় পৃথিবীতে আধুনিকতার আলতো ছোঁয়ায়, সবকিছু যখন ব্যাপক পরিবর্তন- পরিবর্ধন সাধিত হচ্ছে, এবং মানুষের মন, মস্তিষ্কের উন্নত চিন্তার ফলে চিকিৎসা বিজ্ঞানেও ব্যাপক পরিবর্তন দৃষ্টিগোচর হচ্ছে।এতে করে রামাদান ও যাকাতের মাসআলা প্রসঙ্গে, নিত্য নতুন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, বক্ষমান গ্রন্থটি আপনাকে আধুনিক যুগের নব আবিষ্কৃত মাসালার সাথে পরিচিত করে দিবে, বিশেষ করে Ramadan plan, Ramadan time management, এবং আধুনিক চিকিৎসার সমন্বয়ে রোজার বিধানসমূহ , এবং অর্থনীতির অগ্রগতির যুগে যাকাত প্রসঙ্গে আধুনিক রূপায়ন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। বিশেষত শেয়ারহোল্ডার, গ্যারান্টি মানি, ব্যাংক লোন, এবং জমি, প্লট, ফ্ল্যাটের যাকাতের ছকসহ, সু’বিস্তারিত পথ নির্দেশ উল্লেখ করা হয়েছে এফেক্টিভ রামাদান প্রোডাক্টিভ যাকাত অনবদ্য গ্রন্থটি, পাঠককে সঠিক মাসালা অন্বেষণের পথে নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে!