বন্ধুত্ব ও লেখালেখির কল্যাণে মৌমিতা হোসেনকে দীর্ঘদিন থেকে আমি চিনি। তার লেখা গল্প, কবিতা ও চিঠি সাহিত্যগুলো বেশ ভালো লাগে আমার। মৌমিতা হোসেনের সবচেয়ে বড় গুণ তিনি একটা গল্পকে অনেক বড় ক্যানভাসে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সক্ষমতা রাখেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাহিত্য গ্রুপে তার ধারাবাহিকভাবে লেখা কয়েকটি বড় গল্পের সবগুলি পর্ব আমি পড়েছি এবং সেগুলো সাহিত্য গ্রুপগুলিতেও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। মৌমিতা হোসেন সর্বপ্রথম আমাকে জানান তিনি একটি সামাজিক উপন্যাস লিখতে চান। বিষয়টি আমিও জেনে তাকে উৎসাহ প্রদান করি। লেখিকা অনেক মাস ধরে ধৈর্য ও মেধা দিয়ে যথারীতি “শ্রাবণী” উপন্যাস লিখা শেষ করে পা-ুলিপি সর্বপ্রথম আমার কাছেই পাঠান। “শ্রাবণী” সম্পূর্ণ উপন্যাস মনোযোগ সহকারে পড়ে আমি একদম যেন চোখের সামনে দেখতে পাই শ্রাবণীকে! আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোকে লেখিকা কতটা যতœ করে, মায়া দিয়ে ও ভালোবাসা দিয়ে ভাষার মাধূর্য আমাদের সামনে উপস্থাপন করছেন, সেটাও বুঝতে পারি। একজন মেয়ে এবং তার চারপাশের মানুষগুলির প্রায় সারা জীবনের ঘটে যাওয়া বেদনার উপাখ্যান যেন এই “শ্রাবণী”। আমি আশা করি উপন্যাসের গল্প পরিবার, বন্ধু ও পাঠক মহলে জনপ্রিয়তা পাবে এবং সেইসাথে আশা করছি তিনি আগামীতে আমাদেরকে আরও সুন্দর সুন্দর উপন্যাস উপহার দিবেন। অনেক অনেক শুভ কামনা লেখিকার জন্য।
মৌমিতা হোসেন লেখিকা মৌমিতা হোসেনের আসল নাম হলো মৌরী আফরিন। মৌমিতা হোসেন তার লেখালেখির জগতের ছদ্মনাম। শান্তিপ্রিয়, নমনীয় এবং সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলা স্বভাবের মৌমিতা হোসেনের জন্ম ১৯৮৪ সালের ৩০ ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তার শৈশবও কেটেছে চট্টগ্রামে। পিতা মরহুম মোঃ সিরাজুল ইসলাম ছিলেন বন বিভাগের একজন কর্মকর্তা এবং মাতা মরহুমা ফিরোজা বেগম ছিলেন গৃহিণী। চার ভাইয়ের একমাত্র বোন হলেন তিনি। স্বামী বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা এবং দুই কন্যা সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। মৌমিতা হোসেন ঢাকার মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে মানবিক বিভাগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান নিয়ে অনার্স এবং শিশু মনোবিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন। বর্তমানে তিনি স্বামী, সন্তানসহ ঢাকাতেই থাকেন। তিনি একজন গৃহিণী হলেও লেখালেখি তার শখ। অবসরে বই পড়তে প্রচণ্ড ভালোবাসেন। আর একটু সুযোগ পেলেই অনলাইন সামাজিক প্ল্যাটফর্মগুলিতে লিখে যান গল্প, কবিতা ও চিঠি। এর মধ্যে কয়েকটি গ্রন্থে তার লেখা গল্প, কবিতা প্রকাশ পেলেও এই প্রথম কন্ঠস্বর প্রকাশনী থেকে একক উপন্যাস প্রকাশ পাচ্ছে।